Home Entertainment Rashmika Mandana : এবার কথা বলা দরকার! অহেতুক ট্রোলারদের মোক্ষম জবাব দিলেন রশ্মিকা

Rashmika Mandana : এবার কথা বলা দরকার! অহেতুক ট্রোলারদের মোক্ষম জবাব দিলেন রশ্মিকা

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : ন্যাশনাল ক্রাশ তিনি। কত ছেলের যে রাতের ঘুম কেড়েছেন এই দক্ষিণী অভিনেত্রী তা হয়তো তিনি নিজেও জানেন না। তবে যতটা মানুষের পছন্দের তিনি ঠিক ততটাই নেটিজেনদের একাংশ ট্রোল করেন রশ্মিকাকে। সেই নিয়ে কোনদিন সেভাবে মুখ খোলেননি তিনি। তবে পুষ্পা অভিনেত্রী এবার ইনস্টাগ্রামে সেই নিয়ে খোলামেলা আলোচনা করলেন। কী ভাবে বছরের পর বছর ধরে মুখ বুজে সহ্য করে গিয়েছেন সবকিছু।

সম্প্রতি নিজের কাশ্মীর ভ্রমণের একটি ছবি দিয়ে নিজের মনের কথা খুলে ধরেছেন রশ্মিকা। শিকাড়ায় বসে আনমনে দেখছেন প্রকৃতিকে। সঙ্গে লিখেছেন,’ হাই… তো বেশ কয়েক বছর ধরে আমি বিভিন্ন পরিস্থিতি সম্মুখীন হচ্ছি। সম্প্রতি কিছু মাস বা সপ্তাহ বা বছর এমন জিনিস দেখতে হয়েছে আমাকে যা নিয়ে আমি ভাবলাম যে অনেক হয়েছে এবার একটা কিছু বলা দরকার। নিজের হয়ে কথা বলার দরকার। আমি আমার ক্যারিয়ারের প্রথম দিন থেকে ঘেন্না পেয়েছি। কেউ কেউ আমাকে পাঞ্চিং ব্যাগ ভেবে ট্রোল ,মিম, বিভিন্ন নেতিবাচক মন্তব্য করে দিয়েছেন। আমি জানি আমি যে রাস্তাটা ধরেছি খুব সাবধানে পা ফেলতে হয়। আমি এটাও জানি যে প্রত্যেকে আমি পছন্দ করবে এমনটা নয়। আমি এটা আশাও করি না। তারমানে এটা কখনোই নয় তুমি আমার সম্পর্কে যা কিছু নেতিবাচক কথা ইচ্ছে হবে বলে যাবে’।

সামান্য থেমে অভিনেত্রী আরো লিখেছেন,’ আমি জানি আমি আমার কাজকে কতটা ভালোবাসি। প্রত্যেকদিন আমি নতুন কিছু যুক্ত করার চেষ্টা করি কাজের সঙ্গে। কারন আমি কাজটাকে খুব যত্ন করি। একইসঙ্গে খুব গর্ব করি কাজটাকে নিয়ে। কিন্তু যখন নেতিবাচক জিনিসগুলো দেখি আমার মনে কষ্ট হয়। এড়িয়ে গেলেও আমার মন ভাঙ্গে। বিশেষ করে নেট মাধ্যমে এমন কিছু কথা বলা হয় যেটা হয়তো আমি কোনদিন বলিইনি।’ একই সঙ্গে তিনি বলেন,’ আমি দেখেছি, নেট মাধ্যমে এমন কিছু জিনিস বলা হয় যেগুলো আমার বিপরীতে। অর্থাৎ কোন সাক্ষাৎকারে আমি যেটা বলেছি তার পুরোটা না শুনে কিছু কেটে নিয়ে সেটাকে নিয়ে। নাকি স্বাগত জানাচ্ছি। কিন্তু মিথ্যাকে নয়’।

অভিনেত্রীর এই কথাকে সাধুবাদ জানিয়েছেন আর এক দক্ষিণী তারকা দুলকির সালমান। পাশে দাঁড়িয়েছেন আর এক দুখিনী পরিচালক ভেঙ্কি কুদুমুল্লা।

You may also like