মহানগর ডেস্ক : অবশেষে ছুটি কাটিয়ে মালদ্বীপ থেকে দেশে ফিরলেন রশ্মিকা মন্দানা। যদিও কানাঘুষা শোনা গিয়েছিল তিনি একা নন, বিজয় দেবরকোন্ডা গিয়েছেন তার সঙ্গে। কারণ বিজয় যে সানগ্লাস পড়ে আগের দিন এয়ারপোর্টে ধরা দিয়েছিলেন সেই একই সানগ্লাস পড়ে পরের দিন খুঁজে পাওয়া গেলো রশ্মিকাকে। স্বাভাবিকভাবেই সেই ছবি সামনে আসার পর থেকে গুঞ্জন উঠেছিল তুঙ্গে।
তবে এবার নিজেরাই সেই জল্পনা আরেক কিছুটা উস্কে দিলেন। মঙ্গলবার একসঙ্গে মুম্বাই এয়ারপোর্টে দেখা পাওয়া গেল রশ্মিকা এবং বিজয়ের। একেবারে সাদামাটা পোশাকে হাজির হয়েছিলেন দুজনে। বিজয় পড়েছিলেন সাদাকালো প্রিন্টেড ওভার সাইজ শার্ট এবং ট্রাউজার। রশ্মিকা পড়েছিলেন সাদা কো-অর্ড পোশাক। দুজনের মুখেই হাসি ছিল চোখে পড়ার মতো। যে হাসি ফ্রেমবন্দি করেছেন পাপ্পারাজ্জিরা।
উল্লেখ্য এর আগে শোনা গিয়েছিল এই দুই লাভ বার্ড বিচ্ছেদের পথে হেঁটেছেন। তবে সম্প্রতি শোনা যাচ্ছে তারা নিজেদের সম্পর্ককে আরো একটা সুযোগ দিয়েছেন। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, লাইগার ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন বিজয়। সেই সময় তার পাশে দাঁড়িয়েছিলেন রশ্মিকা। তারপর থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন ফের উঠতে শুরু করে।