মহানগর ডেস্ক: টাটা গ্রুপ (Tata Group)। নাম শুনলেই সবার মনের মধ্যে একটা বিশ্বাস বা ভরসা রাখার আভাস পাওয়া যায়। ভারতের (India) এই অন্যতম সফল ব্যবসায়ীক স্টিল থেকে গাড়ি, খাবার থেকে ঘড়ি সবকিছুতেই সফলতার ছাপ রেখে গেছে। তাই জনগণের এতটাই আস্থা জুড়ে রয়েছে যে আজও কোনো পণ্যের মধ্যে টাটা লেখা থাকলে তাকে আলাদা গুরুত্ব দেয়। মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে ব্র্যান্ড লয়ালিটি। তারা ভেবেই নেয় পণ্যের কোয়ালিটি নিয়ে নো সন্দেহ। কিন্তু আপনারা কি জানেন? টাটা গ্রুপের এমন কিছু কোম্পানিও রয়েছে যারা টাটা নাম ব্যবহার করে না, কিন্তু সেগুলোর মাদার কোম্পানি টাটা!
হ্যাঁ এটা একেবারেই সত্যি। টাটা গ্রুপের অনেক কোম্পানি রয়েছে যেখানে টাটা লেখা নেই। কিন্তু সেই কোম্পানিগুলো দূর্দান্ত রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। টাটা গ্রুপের এই অজ্ঞাত কোম্পানির নাম ‘অটোমোটিভ স্ট্যাম্পিংস অ্যান্ড অ্যাসেম্বলিজ লিমিটেড’। এখানে বিনিয়োগ করলেই আপনি অল্প সময়ে বিরাট মুনাফা পেয়ে যাবেন। ২০২১ সালের ১লা জানুয়ারি যে শেয়ারের দাম ছিল ২৬.৭০ টাকা, গতকাল, অর্থাৎ সোমবার সেই শেয়ারের দাম গিয়ে দাঁড়িয়েছে ৩৯৪ টাকা! প্রায় ২ বছরের মধ্যে শেয়ারের দাম ১৪ গুনেরও বেশি বেড়েছে ! অর্থাৎ আপনি এই কোম্পানিতে ২০২১ এ ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে এইমুহুর্তে দাঁড়িয়ে সেই টাকা ১৪ লাখে পরিণত হতো। গত দুই বছরে ১৪ গুণ বাড়ার সাথে সাথে এক বছরের বেড়েছে ৭৫%।
কি করে এই কোম্পানি: অটোমোটিভ স্ট্যাম্পিং অ্যান্ড অ্যাসেম্বলি সাধারণত বিভিন্ন বাণিজ্যিক যানবাহনের জন্য মেটাল স্ট্যাম্পিং, ওয়েল্ডেড অ্যাসেম্বলি এবং মডিউল তৈরি করে। টাটা মোটরস ছাড়া তাদের গ্রাহকের তালিকায় রয়েছে Tata Hitachi, JCB, General Motors India, Piaggio Vehicles, MG Motors, Fiat India ইত্যাদির মতো বড় বড় সংস্থা।