Home Featured Haridwar: পাবলিক প্লেসে নমাজ পাঠ, গ্রেফতার ৮

Haridwar: পাবলিক প্লেসে নমাজ পাঠ, গ্রেফতার ৮

by Anamika Nandi
Haridwar: পাবলিক প্লেসে নমাজ পাঠ, গ্রেফতার ৮

মহানগর ডেস্ক: হরিদ্বারের (Haridwar) একটি বাজারের ভেতর নমাজ (Namaz) পাঠ করায় গ্রেফতার আট জন। শুক্রবার স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে পেশ করা হয়। সেখানে জামিন মঞ্জুর করেন বিচারক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়।

এদিন আচমকাই হরিদ্বারের একটি বাজারের ভেতর নমাজ পাঠ শুরু করেন আট ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্তদের। হরিদ্বারের পুলিশ সুপার জানিয়েছেন, শিবালিক নগর কলোনি বাজার থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয় নিজাম, নাসিম, সাজ্জাদ আহমেদ, মুরসালিন, আশরফ, আসগার, ইকরাম ও মুস্তফাকে। আদালতে পেশ করা হয় ধৃতদের। জামিন মঞ্জুর করেছেন বিচারক।

বর্তমানে ধর্মকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে দেশের নানা প্রান্তে। কর্ণাটকের হিজাব বিতর্ক থেকে শুরু করে লুলু মলে নমাজ পাঠ, হজরত মহম্মদের বিয়ে নিয়ে বিজেপি নেত্রীর মন্তব্য অশান্ত করে তুলেছে দেশের নানা প্রান্তের মানুষজনকে। কর্ণাটকের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ হওয়ার পর থেকে এহেন ঘটনা ঘটে চলেছে। সম্প্রতি লখনউয়ের লুলু মলের ভেতর নমাজ পড়ার একটি ভিডিও ভাইরাল হতেই সরব হয় হিন্দু মহাসভা। ধর্মীয় ওই সংগঠন শপিং মল কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করে। মল কর্তৃপক্ষ জানান, সকল ধর্মকেই আমরা শ্রদ্ধা করি। কিন্তু শপিং মলের ভিতর কোনও ধর্মীয় পাঠ কিংবা প্রার্থনা করার অনুমতি নেই।

অন্যদিকে বিজেপির সাসপেন্ডেড নেত্রীর আপত্তিকর মন্তব্যে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। চাপের মুখে ওই নেত্রীকে দল থেকে বের করতে বাধ্য হয় গেরুয়া শিবির। গোটা দেশে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। বহিষ্কৃত নেত্রীকে গ্রেফতারের দাবিতে রাস্তায় নামে হাজার হাজার মানুষ। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ ওঠে নূপুর শর্মার বিরুদ্ধে। প্রায় দিনই দেশের নানা প্রান্তে কোনও না কোনও বিষয় নিয়ে বিক্ষোভের ঘটনা ঘটে থাকে। দিন দিন দেশের পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠছে।

You may also like