Home Featured Eknath Shinde : মুম্বই ফিরছেন শিণ্ডে নেতৃত্বাধীন বিদ্রোহী বিধায়করা

Eknath Shinde : মুম্বই ফিরছেন শিণ্ডে নেতৃত্বাধীন বিদ্রোহী বিধায়করা

by Anamika Nandi
Eknath Shinde : মুম্বই ফিরছেন শিণ্ডে নেতৃত্বাধীন বিদ্রোহী বিধায়করা

মহানগর ডেস্ক: গোয়ার বিলাসবহুল হোটেল থেকে বেরিয়ে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন একনাথ শিণ্ডে (Eknath Shinde) নেতৃত্বাধীন শিবসেনা বিধায়কদের বিদ্রোহী শিবির। গুয়াহাটি ছাড়ার পর গোয়াতে দু’দিন ধরে ছিলেন তাঁরা। বৃহস্পতিবার মহারাষ্ট্রের ২০ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শিণ্ডে। উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার কাঁধে তুলে নেন দেবেন্দ্র ফড়ণবীশ। যদিও প্রথমে ধারণা করা হয়েছিল, তৃতীয়বার মুখ্যমন্ত্রীর গদিতে বসবেন ফড়ণবীশ। কিন্তু সেখানে দায়িত্বভার কাঁধে নিয়েছেন শিণ্ডে। অনুষ্ঠানের পর বিদ্রোহী বিধায়কদের সঙ্গে কথা বলেন মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী। তাঁদের কথায়, আনন্দ দীঘের শেখানো পথে চলবেন তাঁরা।

একদিকে সোমবার রাজ্য বিধানসভায় নতুন সরকারকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বলা হয়েছে। অন্যদিকে এহেন পরিস্থিতিতে সঞ্জয় রাউত বলেছেন, তাঁকে গুয়াহাটিতে গিয়ে একনাথ শিণ্ডে ও অন্যান্য বিধায়কদের সঙ্গে যোগ দেওয়ার অফার করা হয়েছিল।

আরও পড়ুন : বর্ষাকালে কিভাবে দীর্ঘস্থায়ী করবেন মেকআপ?জানুন টিপস

শনিবার বিদ্রোহী বিধায়কদের মুম্বই ফিরিয়ে আনতে শুক্রবার রাতেই গোয়া পৌঁছেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিণ্ডে। বিজেপির সঙ্গে জোট গড়ার প্রসঙ্গে তিনি জানিয়েছেন, কোনও ভুল করেননি। সরকার গঠনের পর আদালতে তিনি বলেন, তাঁরাই প্রকৃত শিবসেনা। অন্যদিকে উদ্ধব ঠাকরে শিবসেনা নেতার পদ থেকে সরিয়ে দিয়েছেন তাঁকে। যদিওবা পরবর্তীতে প্রশ্ন ওঠে, যাঁরা নিজেরাই সংখ্যালঘু তাঁরা কী করে কোনও পদ থেকে কাউকে সরাতে পারে?

You may also like