মহানগর ডেস্ক: সারা পৃথিবীতে যখন কোভিডের (Covid19) প্রকোপ একরকম কমের দিকে,তখন তার উল্টো ছবি দেখা গেল চিনে (China)। সেখানে কোভিড নিয়ন্ত্রণের সবরকম উদ্যোগ নেওয়া হলেও অতিমারির শুরু থেকে এ পর্যন্ত যাবতীয় রেকর্ড ভেঙে দিল কোভিড আক্রান্তে(Record Covid19 Infected) র সংখ্যা। অতিমারির ছোবলের পর থেকে দেশের স্পর্শকাতর অংশে কঠোর লকডাউন, গণহারে কোভিড পরীক্ষা ও সেদেশে ভ্রমণে নিষেধাজ্ঞার পরেই মারাত্মক আকার নিল মারণ ভাইরাসের দাপট। বুধবার সেদেশে আক্রান্তের সংখ্যা একত্রিশ হাজার চারশো চুয়ান্নজন ছুঁয়েছে, যা সর্বকালীন রেকর্ড বলে দাবি করেছে বেজিং। যদিও আক্রান্তের সংখ্যা চিনের বিপুল জনসংখ্যার তুলনায় অনেক কম।
তবে বেজিংয়ের শূন্য কোভিড নীতির অধীনে সামান্য সংখ্যক আক্রান্তের খবর পাওয়া গেলে গোটা শহর ও আক্রান্তদের পরিচিতদের কড়া কোয়ারান্টাইনে রাখা হচ্ছে। বুধবারের আক্রান্তের সংখ্যা এপ্রিলের মাঝামাঝি কোভিড আক্রান্তের সংখ্যা ২৯,৩৯০জনের আগের রেকর্ড ছাপিয়ে গিয়েছে, তা বেজিংয়ের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সাম্প্রতিকতম কোভিড হানায় সবথেকে বেশি আক্রান্ত রাজধানীর চাওয়াং জেলার বাসিন্দাদের বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছে প্রশাসন। স্থানীয় প্রশাসন বেজিংয়ে সোমবার চোদ্দশো জন আক্রান্ত হওয়ার ঘটনা জানিয়েছে। শুধু চাওয়াং জেলাতেই আক্রান্ত হয়েছে সাতশো তিরাশি জন। ২০১৯ সালে উহানে কোভিড অতিমারির ছোবলের পর এই প্রথম বেজিংয়ে একদিনে নতুন করে কোভিডে এক হাজারজনেরও বেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। সব মিলিয়ে বিশ্বে কোভিড বিদায়ের মধ্যে চিনে মারণ ভাইরাসের প্রবল হানা নতুন করে উদ্বেগ বাড়িয়ে দিতে চলেছে।