মহানগর ডেস্ক: হতে চান শিক্ষিকা? কিন্তু চাকরি পাচ্ছেন না কোথাও। আপনার হাতের সামনেই রয়েছে সুযোগ। সর্বশিক্ষা অভিযানে শিক্ষক নিয়োগ। SSA-এর মাধ্যমে গুজরাতে এই নিয়োগ করা হবে। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন আটকে ছিল নিয়োগ। একাধিক বিষয়ে এই শিক্ষক নিয়োগ করা হবে। খুব শিঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। শিক্ষক পদের জন্যে এই আবেদন করা হবে বলে খবর। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত…
আবেদনের সময়: ২৬ মে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। ৮ জুন পর্যন্ত চলবে এই প্রক্রিয়া।
আবেদন পদ্ধতি: https://www.ssagujarat.org লিঙ্ক এ ক্লিক করে করতে পারবেন আবেদন।
আরও পড়ুন: IBPS-এ চাকরির বড় সুযোগ, বাৎসরিক বেতন ১২ লক্ষ টাকা, জেনে নিন বিস্তারিত
শূন্যপদ: ১৫০০ টি শূন্য পদ রয়েছে।
বেতন: ১৫০০০ টাকা।
ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের আগামী ২৬ তারিখ থেকে আবেদন করতে বলেছে। আর তা আগামী ৮ জুন পর্যন্ত চলবে। আবেদনকারীরা আবেদন পত্রের হার্ড কপি ডাউনলোড করতে পারবে। অনলাইনে করতে হবে আবেদন।
আরও পড়ুন: রাজ্য পুলিশের চাকরিতে ভুয়ো পরীক্ষার্থী, পুলিশের জালে ১১ জন