Home Featured RELIANCE INDUSTRY : এবার রাশিয়া থেকে ন্যাপথা কিনছে রিলায়েন্স

RELIANCE INDUSTRY : এবার রাশিয়া থেকে ন্যাপথা কিনছে রিলায়েন্স

by Arpita Sardar
india, reliance, ambani, russia, naptha

মহানগর ডেস্কঃ ইউক্রেন আক্রমণের কারণে রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা চাপিয়েছে পশ্চিমী দেশগুলি। রাশিয়ার তেল ও পেট্রোজাত পণ্য বয়কট করেছে তারা। যাতে সরাসরি আঘাত লাগে রাশিয়ার অর্থনীতিতে। এবার সেই প্রবণতার একদম উল্টো পথে হাঁটলেন মুকেশ আম্বানি। গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আম্বানির রিল্যায়েন্স গোষ্ঠী প্রায় ১.৫ লক্ষ টন ন্যাপথা রাশিয়া থেকে আমদানি করেছে।

এমনিতে বিশ্বের বৃহত্তম পরিশোধিত কেন্দ্রের অপারেটর হিসেবে রিল্যায়েন্সের রাশিয়া থেকে ন্যাপথা কেনার আলাদা কোনও গুরুত্ব থাকার কথা নয়। তবে সেই গুরুত্ব শুধুই ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে তাদের উপরে পশ্চিমী দেশগুলির নিষেধাজ্ঞা চাপানোর বিপরীত পথে হেঁটে রাশিয়ান ন্যাপথা কেনার জন্য নয়। বরং, রিল্যায়েন্সের সঙ্গে রাশিয়ার ন্যাপথা লেনদেনের তথ্যের নিরিখে এই ক্রয় বাড়তি গুরুত্ব পাচ্ছে।

রিফিনিটিভ- এর তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০১৯ সাল, এই চার বছরে রিল্যায়েন্স গোষ্ঠী রাশিয়া থেকে মাত্র ১ পার্সেল ন্যাপথা কিনেছিল। ২০২০ এবং ২০২১ সালে সেই দেশ থেকে কোনও ন্যাপথা কেনেনি রিল্যায়েন্স।

এই ঘটনার পরিবর্তন আসে চলতি বছরে। গত সেপ্টেম্বর-অক্টোবর মাসে পেট্রোকেমিক্যাল তৈরির জন্য ভারত সব মিলিয়ে ৪.১ লক্ষ টন ন্যাপথা আমদানি করেছে। সেখানে ওই দুই মাসে শুধুমাত্র রিল্যায়েন্সের তরফেই আমদানি করা ন্যাপথার পরিমাণ ১.৫ লক্ষ টন। তার পুরোটাই এসেছে রাশিয়া থেকে।

এমনিতে রাশিয়ার তেল, ন্যাপথার মূল বাজার হল ইউরোপের দেশগুলি। কিন্তু চলতি বছরের শুরুতে ইউক্রেন হামলার পরেই রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা চাপিয়েছে পশ্চিমী দেশগুলি। সেই কারণেই সংশ্লিষ্ট পণ্য বিক্রি করতে পারছে না রাশিয়া। যার প্রভাব খুব স্বাভাবিক ভাবেই ওই দেশের অর্থনীতিতে পড়েছে। এই সংকট কাটাতেই পেট্রোজাত পণ্য বিক্রির বিকল্প পথ বেছে নিয়েছে রাশিয়া। তারা তুলনামূলকভাবে সস্তা দামে ভারতের মত দেশগুলিতে ওই পণ্য বিক্রির দেশ হিসেবে বেছে নিয়েছে।

You may also like