মহানগর ডেস্ক : যৌন মিলনের সময় সঙ্গীর সম্মতি ছাড়া কন্ডোম খুলে ফেলা আইনত অপরাধ। এমনটাই জানিয়েছে কানাডার সুপ্রিম কোর্ট (Supreme Court)। আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালে একটি মামলায় এই সিদ্ধান্ত নিয়েছে আদালত। মামলায় জড়িত রয়েছে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হওয়া এক যুবক-যুবতী। তাঁরা দু’জনে একে অপরের সঙ্গে যৌনভাবে সামঞ্জস্যপূর্ণ কিনা তা দেখার জন্য শারীরিক সম্পর্কে লিপ্ত হন। ঘটনার কিছুদিন পরেই নাম প্রকাশ্যে অনিচ্ছুক ওই যুবতী এইচআইভি-তে আক্রান্ত হন। অন্যদিকে তাঁর সঙ্গী রস ম্যাকেঞ্জি কার্কপ্যাট্রিক যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত হন।
জানা গিয়েছে, ওই যুবক-যুবতী দু’বার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন। তারমধ্যে একবার ওই তরুণ কন্ডোম ব্যবহার করেননি। চরম ঘনিষ্ঠতার মুহূর্তে সেই ঘটনার টেরই পাননি ওই যুবতী। এরপর যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত হন যুবক। পরবর্তীতে ট্রায়াল কোর্টে মামলা দায়ের হলেও বিচারক অভিযুক্ত কার্কপ্যাট্রিকের যুক্তি গ্রহণ করে অভিযোগটিকে খারিজ করে দেন। কিন্তু ট্রায়াল কোর্টের রায় বাতিল করে দেয় ব্রিটিশ কলম্বিয়ার আপিল আদালত ।
তারপর এই মামলায় নতুন বিচারের নির্দেশ দেওয়া হয়। অভিযুক্ত কার্কপ্যাট্রিক আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন।আদালতের তরফ থেকে বলা হয়েছে, “কন্ডোম ছাড়া যৌন মিলন মৌলিক এবং গুণগতভাবে আলাদা শারীরিক কাজ”। একইসঙ্গে জানানো হয়েছে, ‘যৌন মিলনের সময় সঙ্গী কন্ডোম ব্যবহার করতে বললে, তা একেবারেই অপ্রাসঙ্গিক বা গৌণ হতে পারে না’। আদালতের এই রায় ৫-৪ ভোটে অনুমোদিত হয়েছে এবং শুক্রবার এটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যমে।
এদিকে কার্কপ্যাট্রিকের আইনজীবী জানিয়েছেন, এবার থেকে আদালতের এই রায় সারাদেশে মান্যতা পাবে। যৌন সম্মতির পাশাপাশি বিভিন্ন নিয়মগুলিতে ব্যাপকভাবে পরিবর্তন আসবে। প্রয়োজনে এই বিষয়টিকে বাধ্যতামূলক চুক্তির মত তৈরি করে, আগে থেকে দু’পক্ষের স্বাক্ষর নিতে হবে।