মহানগর ডেস্ক: খাস কলকাতার ডাস্টবিন থেকে উদ্ধার হল চিতা বাঘের চামড়া ও লেজের টুকরো। কাপড়ে মোড়ানো অবস্থায় ডাস্টবিনের মধ্যে পড়েছিল চিতা বাঘের চামড়া ও লেজের টুকরো। শহরতলীতে এই ধরনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে মুচিপাড়া থানা এলাকায়। স্থানীয় একটি ডাস্টবিনের মধ্যে কাপড়ে মোড়া অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বাঘের ছাল।
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনদপ্তর আধিকারিকরা। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল ওই পরিত্যক্ত বাঘের চামড়া উদ্ধার করে। চামড়ার সঙ্গেই ছিল লেজের তিনটি আলাদা টুকরো। উদ্ধার হওয়া জিনিসগুলিকে অফিসে নিয়ে যাওয়া হয়। বিশেষজ্ঞদের অনুমান, জিনিসগুলি অনেক পুরনো। কেউ বা কারা সেগুলিকে বিক্রি করার চেষ্টায় ছিল। কিন্তু তা না হওয়ায় ডাস্টবিনে ফেলে গিয়েছে।
মনে করা হচ্ছে, যাঁরা এধরনের কাজ করেছেন, তাঁদের কাছে আরও বাঘের চামড়া রয়েছে। এরপরই শুরু হয় এই বিষয়ের তদন্ত। পরীক্ষা করে দেখা গেছে, উদ্ধার হওয়া দুটি চামড়ার মধ্যে একটি পূর্ণবয়স্ক এবং একটি মধ্যবয়স্ক চিতা বাঘের চামড়া। বর্তমানে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, কে বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে।