মহানগর ডেস্কঃ সোমবার শুরু হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার মুদ্রা নীতি কমিটির সভা। বর্তমানে মুদ্রাস্ফীতি কমার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাসের লক্ষণ দেখা দিতে শুরু করেছে, যার ফলে আশা করা হচ্ছে এবার সুদের হার বৃদ্ধি স্বাভাবিক হবে। আরবিআইয়ের তরফে বলা হয়েছে, এই মুদ্রাস্ফীতি সর্বোচ্চ ৬ শতাংশের মধ্যে রাখতে বলেছে। অথচ এখনও এই মাত্রা রয়েছে ৬ শতাংশের উপরে। আশঙ্কা করা হচ্ছে, এবার রেপো রেট বাড়তে পারে ০.২৫ শতাংশ থেকে ০.৩৫ শতাংশ।
মে মাসে হঠাত করেই আরবিআই ০.৪০ শতাংশ রেপো রেট বৃদ্ধি করেছিল। এরপরে আরও তিন বার ০.৫০ শতাংশ করে রেপো রেট বৃদ্ধি করা হয়েছিল। ফলত রেপো রেট বাড়ে ১.৯০ শতাংশ। বর্তমানে রেপো রেট ৫.৯ শতাংশ। আর বি আই গভর্নর শক্তিকান্ত দাশ বুধবার তিনদিনের বৈঠকের পরে দ্বি-মাসিক মুদ্রানীতি ঘোষণা করবেন। মনে করা হচ্ছে, মানিটারি পলিসি কমিটির বৈঠকে ফেডারেল রিজার্ভের নেওয়া সিদ্ধান্তই অনুসরণ করতে পারে আর বি আই। সেক্ষেত্রে রেপো রেট মাঝারি হারে বাড়তে পারে।
সোমবার স্টেট ব্যাঙ্কের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, আর বি আই ডিসেম্বরের মুদ্রানীতির ক্ষেত্রে রেপো রেট কম হারে বৃদ্ধি করবে। আশা করা হচ্ছে, এই রেপো রেট বাড়বে ০.৩৫ শতাংশ। তবে শুধু স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া নয়, অনেক বিশেষজ্ঞও ০.২৫ থেকে ০.৩৫ শতাংশ হারে বৃদ্ধির পূর্বাভাস দিয়েছেন।
ইন্ডিয়া রেটিং এন্ড রিসার্চের প্রধান অর্থনীতিবিদ ডি কে পান্ত জানাচ্ছেন, মুদ্রাস্ফীতি আরও অনেকটা কমতে পারে। তবে এই ত্রৈমাসিকে এটি ৬ শতাংশ এর উপরে থাকবে। রিপোর্টে দাবি করা হচ্ছে, আর বি আই ২০২২ সালের ডিসেম্বরে রেপো রেট ০.২৫ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে। সেক্ষেত্রে লোন হয়ে উঠবে আরও ব্যয়বহুল।