Home Featured Restaurant Owner Threw Hot Oil: খাবারের স্বাদ ভালো নয়, খদ্দেরের অভিযোগ শুনে মুখে ফুটন্ত তেল ছুড়ে মারলেন রেস্তোরাঁর মালিক!

Restaurant Owner Threw Hot Oil: খাবারের স্বাদ ভালো নয়, খদ্দেরের অভিযোগ শুনে মুখে ফুটন্ত তেল ছুড়ে মারলেন রেস্তোরাঁর মালিক!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: অমানবিক! রেস্তোরাঁয় খাবারের স্বাদ মোটেই ভালো হচ্ছে না। দামও নেওয়া হচ্ছে বেশি বেশি। খদ্দেরের এমন অভিযোগ শুনে তেলেবেগুনে জ্বলে উঠেছিলেন রেস্তোরাঁর মালিক। ওভেনে বসানো ছিল কড়াই। তাতে টগবগ করে ফুটছিল তেল। রাগের মাথায় খদ্দেরের মুখে সেই গরম তেল ছুড়ে মেরেছিলেন মালিক (Restaurant Owner Threw Hot Oil)। তাতে খদ্দেরের মুখটা বিশ্রিভাবে পুড়ে যায় (Severe Burn Injury)। যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। গুরুতর জখম অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হাসপাতালে। ঘটনার পরেই বেপাত্তা রেস্তোরাঁর মালিকক।

এই অমানবিক, মর্মান্তিক ঘটনা ঘটেছে প্রতিবেশি রাজ্য ওড়িশায়। শনিবার কটক থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে জাজপুর জেলার বালিচন্দ্রপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় বাজারে ওই রেস্তোরাঁয় খাবার খেতে গিয়েছিলেন সেখানকার বাসিন্দা প্রসেনজিৎ পারিদা। খাবার খাওয়ার সময় প্রসেনজিৎ রেস্তোরাঁর মালিক প্রভাকর সাহুর কাছে অভিযোগ করেন তাঁকে যে খাবার দেওয়া হয়েছে, সেই খাবারের স্বাদ ভালো নয়। তাছাড়া দামও নেওয়া হচ্ছে বেশি।

এরপরই দু জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তারপর ফুটন্ত তেল কড়াই থেকে ছুড়ে মারেন মালিক। জখম ব্যক্তির মুখ,ঘাড়স বুক, পেট ও হাত গরম তেলে বিশ্রিভাবে পুড়ে যায়। তাঁকে কটকে এসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে। ঘটনার পর অবশ্য রেস্তোরাঁর মালিক পালিয়ে যান। তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করা হবে।

You may also like