মহানগর ডেস্ক: দু বছর আগে তার মাকে অপমান করেছিল সহপাঠিনীর মা। মায়ের অপমানের বদলা নিতে মনে মনে রাগ পুষে রেখেছিল সে। মায়ের অপমানের প্রতিশোধ (Revenge For Mother) নিতে ফেসবুকে সহপাঠিনী ও তার বোনের নামে ভুয়ো ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট (Fake ID) খুলে তাকে অশ্লীল মেসেজ পাঠানোর দায়ে গ্রেফতার হল এক নাবালক। সোশ্যাল মিডিয়ায় যৌন হেনস্থার অভিযোগ পাওয়ার পর ওই নাবালককে গ্রেফতার করে নর্থ দিল্লি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পায় সাইবার ক্রাইম বিভাগ। উত্তর দিল্লির ডিসিপি জানিয়েছেন তাদের সাইবার ক্রাইম বিভাগ তল্লাশি চালিয়ে নাবালকের হদিশ পায়। পুলিশের কাছে ওই বালিকা জানায় কেউ তার ও তার বোনের নামে ফেসবুক ও ইনস্টাগ্রামের ভুয়ো অ্যাকাউন্ট খুলে তাদের ছবি ও অশ্লীল মেসেজ পোস্ট করে হেনস্থা করে চলেছে।
অশ্লীল মেসেজ তাদের ওই ভুয়ো অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আইপি অ্যা়ড্রেস ও মোবাইল ফোন নম্বর ও ভুয়ো ফেসবুক প্রোফাইল ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের তথ্য পুলিশ সংগ্রহ করেছে। মোবাইল অপারেটরের কাছ থেকে ফের আইপি অ্যাড্রেস ও আইএমইআই নম্বর সংগ্রহ করে ভুয়ো অ্যাকাউন্টের মালিকের হদিশ পায় পুলিশ। জানতে পারে ফেসবুক,ইনস্টাগ্রাম প্রোফাইল তৈরি করেছিল তাদের সহপাঠী। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ২০২০ সালে ওই নাবালকের স্কুলের সহপাঠিনীর বাবা শাহিদ মালিকের সঙ্গে মায়ের ঝগড়া হয়। তার মায়ের সঙ্গে সহপাঠিনীর বাবা এবং সহপাঠিনী ও তার বোন খুব খারাপ ব্যবহার করে। তারপর থেকে মনে মনে প্রতিশোধ নেওয়ার বাসনা পুষে রাখে ওই নাবালক ছাত্র। তারপর থেকে ইনস্টাগ্রামে ওই দুই বোনকে অনুসরণ করে সে। তারপর দুজনের নামে একাধিক ভুয়ো অ্যাকাউন্ট খুলে অশালীন মেসেজ ও ছবি পাঠায়। পরে তার কয়েকটি ডিলিট করে দেয়। বর্তমানে দুটি ফেসবুক চলছে। কিছুদিন আগে সে সহপাঠিনীর ইনস্টাগ্রামে ভুয়ো পরিচয়ে অশ্লীল চ্যাট করে।