Home Entertainment Richa-Akshay : রিচার বিরুদ্ধে অক্ষয়, ভারতীয় সেনাকে ‘অপমান’ করায় খুবই ফুঁসে উঠলেন অভিনেতা

Richa-Akshay : রিচার বিরুদ্ধে অক্ষয়, ভারতীয় সেনাকে ‘অপমান’ করায় খুবই ফুঁসে উঠলেন অভিনেতা

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : ভারতীয় জওয়ানদের অপমান করে সোশ্যাল মিডিয়ায় খবির মুখে পড়েছেন রিচা চাড্ডা। তবে বিতর্ক যখন আস্তে আস্তে করে বাড়তে থাকে তখন ক্ষমা চেয়ে নেন অভিনেত্রী। তাতেও লাভের লাভ কিছু হয় না। এবার নায়িকার মন্তব্যের সমালোচনায় সরব হলেন অক্ষয় কুমার। ভারতীয় সেনাপ্রধানদের বিরুদ্ধে পোস্ট করা টুইটে মাত্র তিন শব্দ প্রয়োগ করে নিজের মতামত দেন রিচা। যা মোটেও ভালোভাবে মেনে নেয়নি কেউ। এমনকি গেরুয়া শিবিরের তীব্র ভৎসনার শিকার হয়েছেন অভিনেত্রী।

উপরমহল থেকে অর্ডার মিললেই পাক-অধিকৃত কাশ্মীর ছিনিয়ে নেবে ভারতীয় সেনা, নর্দান আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী টুইটারে এমনটাই ঘোষণা করেছিলেন টুইটারে। বুধবার সেই টুইট শেয়ার করে খানিক মজার ছলে রিচা লেখেন- ‘গালওয়ান ‘হাই’ বলছে।’ এই নিয়েই যাবতীয় বিতর্কের সূত্রপাত। রিচার চড্ডার টুইটের স্ক্রিনশট শেয়ার করে এদিন অক্ষয় কুমার লেখেন- ‘এটা দেখে ব্যাথা পেলাম। কোনওকিছুই আমাদের যেন দেশের সেনাবাহিনীর প্রতি অকৃতজ্ঞ না করে তোলে। ওঁরা আছে বলেই আমরা আছি’।

কাশ্মীরের দখল করে নেওয়া হবে বলে দিন কয়েক আগে বিবৃতি দিয়েছিলেন। পাকিস্তান যা করেছে তার মূল্য চোকাতে হবে তাদের। কাশ্মীরের উন্নয়ন শুরু হয়েছে ততক্ষণ পর্যন্ত থানা হবে না যতক্ষণ না গিলগেট বালিস্থানে পৌঁছানো হচ্ছে। সেই প্রসঙ্গ টেনে এনে সেনাপ্রধান লেফটেন্যান্ট উপেন্দ্র দিবেদী টুইটার করেন,’ যদি ভারতীয় আর্মির কথা ধরা হয় তাহলে তারা সরকারের থেকে আসা কোনরকম নির্দেশ পালন করতে। যখনই এরকম কোন নির্দেশ আসবে, আমরা তৈরি থাকবো। ভারতীয় সেনা দুই দেশের স্বার্থে সীমান্তে শান্তি রাখার চেষ্টা করছে সব সময় মুখের ওপর জবাব দিতে ভয় পায় না আমরা’।

এরপরেই রিচা তার টুইট নিয়ে তিন শব্দ লেখেন গালওয়ান হাই বলেছেন। তারপরেই নিন্দুকেরা সরব হন তার বিরুদ্ধে। শেষে বেগতিক দেখে টুইটারে বিবৃতি প্রকাশ করে ক্ষমা চাইলেও কোনরকম লাভ হয়নি।

You may also like