মহানগর ডেস্ক : ইন্ডিয়ান আর্মিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে রোষের মুখে বলি অভিনেত্রী রিচা চাড্ডা। তবে বিপদ বুঝে নিঃশর্ত ক্ষমা চাইলেও তার ওপর থেকে রাগ কমছে না নেট নাগরিকদের। তাই টুইটারে নতুন ট্রেন্ডিং বয়কট ফুকরে ৩।
অভিনেত্রীকে তুলোধোনা করতেও ছাড়ছেন না কেউ কেউ। একজন লিখেছেন,’ ফুকরে ৩ মুক্তির অপেক্ষায়। এই ছবি যেন ফ্লপ করে এবং অভিনেত্রী যাতে বুঝে যায় ভারতীয় সেনাকে অপমান করার ফলাফল কি ভয়ংকর হতে পারে’। অপর একজন লিখেছেন,’ এইসব অভিনেতা অভিনেত্রীরা কিভাবে বুঝবেন বীর জওয়ানদের কৃতিত্ব। রিচা চাড্ডা আপনি যেটা বলেছেন তার জন্য আপনার লজ্জা হওয়া উচিত’।
নর্দান আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর এই টুইটকে নিজের টুইটারের দেওয়ালে শেয়ার করে ভারতীয় আর্মিকে নিয়ে রসিকতা করেছিলেন রিচা। উপরমহল থেকে অর্ডার মিললেই পাক-অধিকৃত কাশ্মীর ছিনিয়ে নেবে ভারতীয় সেনা- এমনটা বার্তা দিয়েছিলেন নর্দান আর্মি কমান্ডার লেফটেন্যান্ট। বুধবার সেই টুইট শেয়ার করে মজার ছলে রিচা লেখেন- ‘গালওয়ান ‘হাই’ বলছে।’ এই নিয়েই যাবতীয় বিতর্কের সূত্রপাত।
উল্লেখ্য মৃগদীপ সিং পরিচালিত ফুকরে ভাগ নিয়ে সামনে আসছে। ছবির অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র ভোলি পাঞ্জাবন চরিত্রে দেখা গিয়েছে তাকে।