Home Featured Rise Of Dengue In Delhi : দিল্লিতে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, সমস্ত হাসপাতালকে রোগী না ফেরানোর নির্দেশ

Rise Of Dengue In Delhi : দিল্লিতে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, সমস্ত হাসপাতালকে রোগী না ফেরানোর নির্দেশ

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: লাফিয়ে বাড়ছে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের ( Vector Borne Disease) সংখ্যা। মশাবাহিত রোগের এমন বাড়বাড়ন্তে রাজধানীর ( Delhi) সমস্ত হাসপাতালে (All Hospitals) বেড দশ থেকে পনেরো শতাংশ সংরক্ষণের নির্দেশ দিল দিল্লির আপ সরকার। একইসঙ্গে বেড নেই বলে কোনও আক্রান্তকে যেন ফেরানো না হয়। গত কয়েক সপ্তাহে রাজধানীতে কোভিড আক্রান্তদের (Covid19)সংখ্যা কমেছে। দিল্লি সরকার জানিয়েছে যে বেডগুলি খালি হয়েছে, তাতে ডেঙ্গি আক্রান্তদের ভর্তি করতে হবে।

সেপ্টেম্বরের শেষাশেষি নশো সাঁইত্রিশ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। সংখ্যাটা বেড়েছে অক্টোবরের কয়েকদিনে। গত পাঁচদিনে আরও তিনশো একুশ জন আক্রান্ত হয়েছে বলে স্বাস্থ্য দফতর জানিয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার দুশো আটান্ন, যা আপ সরকারের চিন্তা বাড়িয়েছে। এক বিবৃতিতে কেজরিওয়াল সরকার জানিয়েছে রাজধানী জুড়ে সমস্ত হাসপাতালকে ডেঙ্গির ব্যাপারে সতর্ক করা হয়েছে। প্রতিটি হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে মশাবাহিত রোগে আক্রান্তদের জায়গা দিতে দশ থেকে পনেরো শতাংশ আসন রাখার জন্য। বেড নেই বলে যেন কোনও আক্রান্তকে ফেরানো না হয়।

উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানিয়েছেন বর্তমান আবহাওয়ায় ডেঙ্গির প্রাদুর্ভাব বাড়ছে। গত দু সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সঙ্গে লাফিয়ে লাফিয়ে বেড়েছে। তবে আতঙ্কিত হওয়ার দরকার নেই। আক্রান্তদের চিকিৎসার জন্য সমস্ত ধরণের ব্যবস্থা করা হয়েছে। এর আগে কোভিডের সময়ও রাজধানীতে বহু মানুষ আক্রান্ত হন। সেসময়ও হাসপাতালগুলিতে আক্রান্তদের চিকিৎসা করা হয়। তবে কোভিডের সেই দাপট কমে গেলেও এবার ডেঙ্গি সংক্রমণে রীতিমতো কোণঠাসা দিল্লি। যদিও এখনও পর্যন্ত মৃত্যুর কোনও খবর মেলেনি।

You may also like