Home Featured Rishi Sunak daughter: আন্তর্জাতিক প্রতিযোগিতায় কুচিপুড়ি নৃত্য প্রদর্শণ অনুষ্কা সুনকের! ভারতীয় টান ভোলেননি ঋষি সুনক

Rishi Sunak daughter: আন্তর্জাতিক প্রতিযোগিতায় কুচিপুড়ি নৃত্য প্রদর্শণ অনুষ্কা সুনকের! ভারতীয় টান ভোলেননি ঋষি সুনক

by Arpita Sardar

মহানগর ডেস্ক: লন্ডনে সাড়ম্বরে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক কুচিপুড়ি নৃত্য উৎসব। সেখানেই (International Kuchipudi Dance Festival 2022) অংশ নিতে দেখা গেল সদ্য ব্রিটেন প্রধানমন্ত্রীর গদিতে বসা ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের (Rishi Sunak) মেয়েকে। বিদেশি রাষ্ট্র শাসনের দায়ভার গ্রহণ করেও যে তিনি শিকড়ের টান ভোলেননি, তার প্রমাণ ঋষির ৯ বছরের কন্যা অনুষ্কা সুনকের (Anoushka Sunak) সেই প্রতিযোগিতা মঞ্চে দুর্দান্ত কুচিপুড়ি নৃত্য পরিবেশনা।

শুক্রবার আয়জিত এই প্রতিযোগিতায় অংশ নেয় ৪-৮৫ বছর বয়সী প্রায় ১০০ জন প্রতিযোগী। তাঁদের মধ্যে লাইভ মিউজিশিয়ান, বয়স্ক সমকালীন নৃত্যশিল্পীরাও। এমনকী, হুইলচেয়ারে বসা এক বিশেষ সক্ষম নৃত্যশিল্পীও এই প্রতিযোগিতায় অংশ নেন। আর সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন স্ব-স্ত্রীক (ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির কন্যা অক্ষতা মূর্তি) ঋষি সুনক ও তাঁর বাবা-মা।

উল্লেখ্য এর আগে ঋষি ভারতীয় বংশোদ্ভূত কিনা, তা নিয়ে একাধিক প্রশ্ন তোলে সমাজের একাংশ। অনেকেরই দাবি ছিল, ঋষি সহ তাঁর বাবা-মায়ের জন্মও আদৌ ভারতে নয়। তাঁর ঠাকুরদার জন্ম হয়েছিল বর্তমান পাকিস্তানের গুজরানওয়ালাতে এবং ঠাকুমা ছিলেন দিল্লির মেয়ে। এই তথ্য সামনে আসার পর থেকেই ঋষি আদৌ ভারতীয় বংশোদ্ভূত নয় বলে দাবি তোলা হয়।

যদিও ব্রিটেনের ৫৭তম প্রধানমন্ত্রী যে ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতি ভুলে যাননি, তার প্রমাণ তিনি দিয়েছেন একাধিকবার। কারণ ২ বারের ব্রিটেন প্রধানমন্ত্রী নির্বাচনের সময় তাঁকে দেখা গেছে গোমাতার পুজো করতে। এমনকি জন্মাষ্টমীর পুজোতেও সস্ত্রিক অংশ নিতেও দেখা গিয়েছিল ব্রিটেনের ২০০ বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে। এবার মেয়ে অনুষ্কার অন্ধ্রপ্রদেশের ঐতিহ্যবাহী কুচিপুড়ি শাস্ত্রীয় নৃত্যে অংশ নেওয়ার ঘটনা সমালোচকদের মুখে ঝামা ঘষে দিয়েছে। এমনকি বিগত ২০০ বছরের ইতিহাসে ব্রিটেনের ১০ ডাউনিং স্ট্রিটের হিন্দু বাসিন্দা তথা সর্বকনিষ্ঠ ৪২ বছর বয়সি প্রধানমন্ত্রী এখনও তাঁর কর্মক্ষেত্রে ডেস্কের উপর রেখে দিয়েছেন সিদ্ধিদাতার মূর্তি।

You may also like