মহানগর ডেস্ক: ৩০-এ পা রাখলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। তবে অভিনয়ের পাশাপাশি সমাজসেবী ও গায়িকা হিসেবেও বেশ পরিচিতি তাঁর। রবিবার তাঁকে নিজের জন্মদিন পালন করতে দেখা গেল ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ’-এর কচিকাঁচাদের সঙ্গে। পুজো হোক কিংবা বিশেষ কোনও দিন, সল্টলেকের এই স্কুলের বাচ্চাদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নেন অভিনেত্রী। আজও চিত্রটা একই ছিল।
নিজের জন্মদিন সকাল-সকাল কচিকাঁচাদের সঙ্গে কেক কেটে শুরু করেছেন নায়িকা। কেক কাটার সময় দুধে আলতা রঙের কুর্তি পরে সকলের নজর কেড়েছেন ঋতাভরী। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে তাঁর কেক কাটার ছবি। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন তিনি। মূলত এই স্কুলের খুদে-পড়ুয়ারা তাঁর কাছে সন্তানসম। সকলকে সব সময় আগলে রাখেন তিনি।
https://www.instagram.com/p/CfQc1ajNwqG/?utm_source=ig_embed&utm_campaign=loading
জানা গিয়েছে, ১৬ বছর বয়স থেকেই এই স্কুলের সঙ্গে যুক্ত তিনি। তাঁর মা শতরুপা সান্যাল একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালান। বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের যাবতীয় দায়িত্ব, সুখ-দুঃখের ও নানা মুহূর্তের সাক্ষী অভিনয় জগতের এই জনপ্রিয় নায়িকা। তাঁর কথায়, “আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ওঁরাই। ওঁদের আলিঙ্গন, ভালোবাসা আমার হৃদয়কে পরিপূর্ণ করে”। সেইসঙ্গে ২৬ জুন জন্মদিনের বিশেষ মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একটি আহ্লাদী ভিডিও পোস্ট করেছেন ঋতাভরী। চারিদিকে গোলাপি বেলুন দিয়ে সাজানো আর তাঁর মাঝখানে কেক হাতে ভিডিও করেছেন তিনি। সেখানে আবার হাল্কা আকাশী রঙের লো-নেক গাউনের সঙ্গে সেজে উঠতে দেখা গিয়েছে তাঁকে। এদিন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ভরে গিয়েছে জন্মদিনের শুভেচ্ছায়। সহকর্মী থেকে অনুরাগী কেউ বাদ পরেনি সেই তালিকায়।
https://www.instagram.com/reel/CfPR-tdFd_z/?utm_source=ig_embed&utm_campaign=loading