Home Entertainment Rituparna Sengupta : দেশি গার্লের বাড়ি ঋতুপর্ণা! সময় কাটালেন নিক এবং মা মধুর সঙ্গে

Rituparna Sengupta : দেশি গার্লের বাড়ি ঋতুপর্ণা! সময় কাটালেন নিক এবং মা মধুর সঙ্গে

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : ঘটনাটা বেশ কয়েক দিন আগের। প্রিয়াঙ্কা চোপড়ার বাড়িতে অতিথি হয়ে এসেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আর সেই ছবি শেয়ার করেন সোশ্যাল মাধ্যমে। ব্যস্ত রুটিন থেকে একটু সময় বের করে বাংলার এই মেয়ে কিছুটা সময় কাটিয়ে এলেন নিক-প্রিয়াঙ্কার বাড়িতে।

প্রিয়াঙ্কা চোপড়ার লস এঞ্জেলসের ঠিকানায় হাজির হয়েছিলেন তিনি। যদিও সেই সময় বাড়িতে ছিলেন না প্রিয়াঙ্কা। নিজের ব্যক্তিগত কিছু কাজ নিয়ে এসেছিলেন ভারতে। সেই সময়তে বাংলার এই অভিনেত্রী হাজির হয়েছিলেন তাদের বাড়ি। সেখানে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া এবং নিক জোনাসের সঙ্গে আড্ডা দিলেন বেশ কিছুটা সময়। প্রিয়াঙ্কার বাড়িতে কিছু মুহূর্ত লেন্স বন্দি করেন তিনি। সেইসঙ্গে এক খোলা চিঠি লিখেছেন মধুর উদ্দেশ্যে। লিখেছেন,’ অনেক ধন্যবাদ উপহারের জন্য এবং সুন্দর নোটটি পাঠানোর জন্য। কয়েকদিন আগে লস এঞ্জেলসে জোনাস পরিবার এবং তার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। প্রিয়াঙ্কা বাইরে ছিল ওকে খুব মিস করেছি’।

তবে এই ছবি দেখে বেশ উচ্ছ্বসিত তার অনুরাগীরা। শুধু তাই নয় দুজনের আগামী দিনে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ পর্যন্ত করেছেন তারা।

You may also like