Home Featured Heeraben Modi: ১০০-য় পা রাখছেন হীরাবা, মোদির মায়ের নামে রাস্তার নামকরণ 

Heeraben Modi: ১০০-য় পা রাখছেন হীরাবা, মোদির মায়ের নামে রাস্তার নামকরণ 

by Anamika Nandi

মহানগর ডেস্ক: শতবর্ষে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মা হীরাবেন মোদি (Heeraben Modi)। এদিকে গান্ধীনগর (Gandhinagar) প্রশাসনের পক্ষ থেকে এক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার সেখানকার একটি রাস্তার নামকরণ হীরাবেন মোদির নামে করার কথা ভেবেছে গুজরাটের (Gujarat) গান্ধীনগর । জানা গিয়েছে, ওই এলাকার রায়সান পেট্রোল পাম্প থেকে ৬০ মিটার দূরত্ব পর্যন্ত রাস্তার নাম রাখা হচ্ছে ‘পূজ্য হীরাবা মার্গ’।

সূত্র অনুযায়ী, গান্ধীনগর পুর নিগমের পক্ষ থেকে ইতিমধ্যেই সমস্ত ব্যবস্থা করা হয়ে গিয়েছে। চলতি মাসের ১৮ তারিখ হীরাবেনের জন্মদিন উপলক্ষে ওই রাস্তার নামকরণ করা হবে। প্রসঙ্গে গান্ধীনগরের মেয়র হিতেশ মাকওয়ানা বলেছেন, ১০০-য় পা রাখছেন হীরাবা। তাই রায়সান এলাকার ওই রাস্তার নাম আমরা ‘পূজ্য হীরাবা মার্গ’ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আগামী প্রজন্ম যাতে ওঁর জীবন থেকে শিক্ষা নিতে পারেন, তার জন্যই এই উদ্যোগ।

আরও পড়ুন: কেকে-কে গানে গানে শ্রদ্ধা উচ্ছে বাবুর, জলদি আসছে লাইভ শো

জানা গিয়েছে, এবারে নিজের ১০০তম জন্মদিন গান্ধীনগরের বাড়িতেই পালন করবেন তিনি। পাশাপাশি তাঁর জন্মদিনে ভডনগরের হাটকেশ্বর মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। সেখানে যোগ দেবেন নরেন্দ্র মোদিও। পুজো হবে পাবাগড়ের কালী মন্দিরেও। হবে পতাকা উত্তোলন।

এখন ছোট ছেলের সঙ্গে থাকেন হীরাবেন। মায়ের জন্মদিনে ১৭ এবং ১৮ জুন গান্ধীনগর থাকবেন নমো। আয়োজন করা হয়েছে বিরাট অনুষ্ঠানের। জানা গিয়েছে, তাতে গান গাইবেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী অনুরাধা পড়োয়াল। পাশাপাশি সেখানে উপস্থিত থাকবেন একাধিক শিল্পীরা। এদিন মায়ের জন্মদিন উপলক্ষে প্রহ্লাদ মোদি বলেন, শতবর্ষে পা রাখতে চলেছে হীরাবা। তাঁর জন্য নব চন্ডী যজ্ঞ করতে চলেছি আমরা।

You may also like