Home Featured Udupi: মহাত্মা গান্ধীর হত্যাকারীর নামে রাস্তা, খবর পেতেই নড়েচড়ে বসল প্রশাসন

Udupi: মহাত্মা গান্ধীর হত্যাকারীর নামে রাস্তা, খবর পেতেই নড়েচড়ে বসল প্রশাসন

by Anamika Nandi
Udupi: মহাত্মা গান্ধীর হত্যাকারীর নামে রাস্তা, খবর পেতেই নড়েচড়ে বসল প্রশাসন

মহানগর ডেস্ক: হিজাব বিতর্কের পর ফের উত্তপ্ত কর্নাটকের উদুপি (Udupi)। মূলত সেখানকার একটি গ্রামীণ রাস্তা মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) হত্যাকারীর নামে হওয়ায়, বিতর্ক চরমে ওঠে। যদিও বা ইতিমধ্যে কন্নড় ভাষায় লেখা ‘পাদুগিরি নাথুরাম গডসে রোড‘ (Nathuram Godse) ফলকটি সরিয়ে ফেলেছে প্রশাসন। কিন্তু অন্যদিকে এই ঘটনায় এফআইআর দায়ের হয়েছে স্থানীয় থানায়। তদন্তে নেমেছে পুলিশ।

উদুপির বোলা গ্রাম পঞ্চায়েত দফতরের সামনের রাস্তায় মিলেছে নাথুরাম গডসের নামের ফলকটি। মুহূর্তের মধ্যেই নেটপাড়ায় ভাইরাল হয়ে যায় সেই ছবি। শোরগোল পড়ে যায় চারিদিকে। পঞ্চায়েতের পক্ষ থেকে বলা হয়েছে, ওই রাস্তার কোনও নামকরণ করা হয়নি। পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক রাজেন্দ্র কুমার বলেছেন, “সোমবার ওই ফলকের কথা জানা যায়। কিন্তু এখনও পর্যন্ত এটা বের করা যায়নি, যে কে বা কারা ওখানে তা বসিয়েছিল।

আরও পড়ুন: সোনা-গাড়ি -কোটি কোটি টাকা, ‘মানব দরদী’ বিজেপির ইনি ভোটপ্রার্থী

তাঁর কথায়, পঞ্চায়েত গডসের নামে কোনও ফলকের অনুমতি দেয়নি। কাল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ। পুলিশ সূত্রে, গ্রামবাসীদের বক্তব্য দিন ২ আগেই ওই ফলক লাগানো হয়েছিল। তবে কে লাগিয়েছে? তা জানা নেই। ফলে এখনও পর্যন্ত খোঁজ চলছে অভিযুক্তদের। প্রসঙ্গে স্থানীয় বিজেপি বিধায়ক বলেছেন, রাতের অন্ধকারে ওই ফলক কেউ বসিয়ে রেখে গেছে সেখানে।

এমনিতে গেরুয়া শিবিরের গডসে প্রেমের কথা কারোরই অজানা নয়। সাম্প্রতিককালে আবার হিন্দুত্ববাদীরা প্রকাশ্যেই গডসে বন্দনা করে থাকেন। এমনকি মিরাট শহরের নাম বদলে ‘পণ্ডিত নাথুরাম গডসে নগর’ করার দাবি উঠেছে। সেইসঙ্গে বহু জায়গায় গডসের মূর্তি গড়ার কথাও জানা গিয়েছে। গত বছর গান্ধী জয়ন্তীতে ‘নাথুরাম গডসে জিন্দাবাদ’ ট্রেন্ড করেছিল সোশ্যাল মিডিয়ায়। এরমধ্যে কর্নাটকের উদুপিতে পাওয়া ফলকটি নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে।

You may also like