Home Entertainment Robbie Coltrane : চলে গেলেন হগওয়ার্টসের দ্বাররক্ষক হ্যাগ্রিড, স্তব্ধ হলিউড

Robbie Coltrane : চলে গেলেন হগওয়ার্টসের দ্বাররক্ষক হ্যাগ্রিড, স্তব্ধ হলিউড

by Oindrila Chakraborty
Robbie Coltrane : চলে গেলেন হগওয়ার্টসের দ্বাররক্ষক হ্যাগ্রিড, স্তব্ধ হলিউড

মহানগর ডেস্ক : প্রয়াত স্কটিশ অভিনেতা রবি কলট্রান। কালে তার বয়স হয়েছিল ৭২ বছর। স্কটল্যান্ডের ফালকির্ক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে তার জনপ্রিয়তা পৌঁছে ছিল হ্যারি পটারের হ্যাগ্রিড চরিত্রে অভিনয় করে।

তার আসল নাম রবার্ট ম্যাকমিলান। ১৯৫০ সালে দক্ষিণ ল্যাঙ্কাশায়ারে জন্মগ্রহণ করেন তিনি। বাবা ছিলেন পেশায় শিক্ষক মা পিয়ানো বাদক। ১৯৭৯ এ টেলিভিশন সিরিজ এর মাধ্যমে শুরু করেন অভিনয় জীবন। এরপর ৮৩-তে কমেডি সিরিজ আলফ্রেস্কো, ১৯৮৭ সালে টুটি ফ্রুটি নামক সিডি সে অভিনয় করেছিলেন মুখ্য অভিনেতা হিসেবে। জনপ্রিয় টিভি সিরিজ ক্র্যাকারে মনোবিদদের চরিত্রে অভিনয় করে মন কেড়ে নিয়েছিলেন সবার। এমনকি ১৯৯৪-৯৬ সাল পর্যন্ত পরপর বাফটা পুরস্কার জেতেন তিনি।

এরপর হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়ে বিশ্বের প্রতিটি কোনায় পৌঁছে যান রবি। জেকে রাওলিংয়ের জনপ্রিয় বই হ্যারি পটারে হগওয়ার্টসের দ্বাররক্ষক হ্যাগ্রিড চরিত্রে অভিনয় করেন তিনি। স্বাভাবিকভাবেই অভিনেতার মৃত্যুতে টুইটারে দুঃখ প্রকাশ করেছেন লেখিকা। এছাড়া সমবেদনা প্রকাশ করেছেন প্রত্যেক সহ-অভিনেতা।

You may also like