মহানগর ডেস্ক : রকি অর রানী কি প্রেম কাহানির মুক্তির দিন। পরিচালক করন জোহার নিজেই সোশ্যাল মাধ্যমে জানালেন সেই খবর। কিন্তু কেন রণবীর সিং আলিয়া ভাটের এই ফ্যামিলি ড্রামা হঠাৎ করে পিছিয়ে নিল নিজেদের মুক্তির দিন। সেই নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে গুঞ্জন।
প্রায় সাত বছর পর পরিচালনার গদিতে বসলেন করণ। এই রম-কম ড্রামার মুক্তির দিন আগে ঘোষণা করা হয়েছিল আগামী বছর১০ ফেব্রুয়ারি। কিন্তু বর্তমানে প্রায় তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিয়েছেন ছবি নির্মাতারা। জানিয়েছেন ফেব্রুয়ারি ১০ তারিখে নয় বরং ছবি মুক্তি পাবে ২৮ তারিখে। কিন্তু কেন হঠাৎ এমন সিদ্ধান্ত? জানা গিয়েছে ফেব্রুয়ারির ওই একই দিনে মুক্তি পাচ্ছে কার্তিক আরিয়ান অভিনীত শাহজাদা। সে কারণেই মুক্তির দিন পিছিয়েছেন করণ।
যদিও করণ নিজে জানিয়েছেন, দীর্ঘ বছর পর বড়পর্দায় ফিরতে চলেছেন বলে একটু সময় নিয়ে একা। তবে করনের এই সিদ্ধান্ত অনেকে মনে করছেন হয়তো কিছুটা হলেও ভয় পেয়েছেন তিনি। যে কারণে কার্তিকের মতো আউটসাইডার অভিনেতার খ্যাতিকে ভয় পেয়ে পিছিয়ে গিয়েছেন তিনি।