মহানগর ডেস্ক: দু বারের বিশ্বকাপ জয়ী মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে অবিশ্বাস্য জয়ের জন্য কাতার থেকে ফিরলে দলের প্রতিটি ফুটবলারকে রোলস রয়েস ফ্যান্টম উপহার (Rolls Royce For Beating Argentina) দেবেন সৌদির যুবরাজ। কাতারের লুসাইল স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে নজির গড়ে সৌদি আরব (Saudi Arab Beat Argentina)। অনেকেরই মতে, বিশ্বকাপ ফুটবলে মেসির দলের হার একটি বড়রকমের অঘটন। অনেকেই মনে করেছিলেন সৌদি আরবকে সহজেই হারিয়ে দেবে তিন বছর ধরে অপরাজিত আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ান হওয়ার দৌড়ে তারা অন্যতম ফেবারিট। কিন্তু তাঁদের সবার ভাবনার উল্টোপথে হেঁটে সৌদি আরব শেষপর্যন্ত হারিয়ে দেয় তাদের, যা অভাবনীয় বলেই মনে করা হচ্ছে।
অভাবনীয় জয়ের পর সারা সৌদি আরব জুড়ে খুশির বন্যা বইতে শুরু করে। ব্রিটেনের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, অবিশ্বাস্য জয়ের পর জয়ী প্রতিটি ফুটবলারকে সেদেশের রাজ পরিবারের পক্ষ থেকে যুবরাজ মহম্মদ বিন সলমন আর সৌদ রোলস রয়েস ফ্যান্টম গাড়ি উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কাতার থেকে ফেরার পর তাঁদের প্রত্যেককে ওই উপহার দেওয়া হবে। আর্জেন্টনার বিরুদ্ধে অবিশ্বাস্য জয়ের পর সৌদি নাগরিকরা ড্যান্সিং সার্কেলের আয়োজন করেন। সেখানে তরবারি সম্বলিত দেশের পতাকা নিয়ে রিয়াধে চলন্ত গাড়ির জানালা থেকে নাগরিকরা ওড়াতে ওড়াতে যান। আরব নিউজ জানিয়েছে যুবরাজের প্রস্তাব অনুযায়ী সেদেশের রাজা জাতীয় ছুটি ঘোষণা করেন। স্কুল থেকে সরকারি ও বেসরকারি অফিসে ছুটি দেওয়া হবে। মেসির আর্জেন্টিনার হারানোর আগে সৌদি আরব এর আগে বিশ্বকাপ ফুটবলে তিন বার জিতেছিল।