Home Entertainment Rozlyn Khan : টাকমাথা মডেলের সঙ্গে কাজ করার জন্য সাহস রাখতে হবে… হাসপাতালের বেডে শুয়ে জানালেন ক্যান্সার আক্রান্ত রোজলিন

Rozlyn Khan : টাকমাথা মডেলের সঙ্গে কাজ করার জন্য সাহস রাখতে হবে… হাসপাতালের বেডে শুয়ে জানালেন ক্যান্সার আক্রান্ত রোজলিন

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : ক্যান্সার আক্রান্ত রোজলিন খান। মুম্বাইয়ের হাসপাতাল থেকেই এই দুঃসংবাদ দিয়ে ছবি পোস্ট করলেন মডেল তারকা। সেই সঙ্গে জানালেন আগামী সাত মাস তার চলবে কেমোথেরাপি। স্বাভাবিকভাবেই চেহারায় তার বদল আসবে। চুল ঝরে যাবে মাথার। সেই বার্তা দিয়েই মডেল তারকা লিখলেন,’ টাকমাথা মডেলের সঙ্গে কাজ করার জন্য এবার আপনাদের সাহস আনতে হবে মনে’।

একই সঙ্গে ওই পোস্টে তিনি লিখেছেন,’ ঈশ্বর তার শক্তিশালী যোদ্ধাদের জন্য সবথেকে কঠিন লড়াই গুলো বেছে রাখেন। আমার জন্য এটা। তবে ভরসা রাখছি সবকিছু ঠিক হয়ে যাবে একদিন। একটাই ভরসা সৌভাগ্য তার পাশে রয়েছে। পাশে রয়েছেন ভালো মানুষ। আর এই কারণে আরো বেশি বিশ্বাস করছি’। পাশাপাশি তিনি জানিয়েছেন উপসর্গ বলতে এখনো পর্যন্ত শুধু ঘাড় এবং শিরদাঁড়ায় অসম্ভব যন্ত্রণা।

যদিও অসুস্থতার মাঝেই কাজ করে যেতে চান তিনি। ব্যস্ত মডেল জানিয়েছেন, প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে তিনি কাজ করবেন। কারণ যে সপ্তাহে তিনি কেমো নেবেন তার পরের সপ্তাহে তার চুল ঝরে যাবে। যে কারণে বিজ্ঞাপন সংস্থাগুলিকে তিনি জানিয়েছেন,’ টাকমাথা মডেলের সঙ্গে কাজ করার জন্য সাহস দরকার হবে আপনাদের’।

You may also like