Home Entertainment RRR : আন্তর্জাতিক জয় ‘আরআরআর’য়ের , সেরা ছবির খেতাব জয় করলেন রাজামৌলি

RRR : আন্তর্জাতিক জয় ‘আরআরআর’য়ের , সেরা ছবির খেতাব জয় করলেন রাজামৌলি

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : এই মুহূর্তে এস এস রাজা মৌলি ক্লাউড সিক্সটিনাইনে। কারণ তার পরিচালিত ছবি আরআরআর চূড়ান্তভাবে সফল। বাণিজ্যিক ছবি হোক কিংবা সমালোচক মূলক ছবি সবদিক থেকেই প্রশংসা কুড়িয়েছে আরআরআর। তবে দেশের গণ্ডি পেরিয়ে এই ছবি খ্যাতি পেয়েছে বিদেশেও। সম্প্রতি আন্তর্জাতিক পুরস্কারের সম্মানিত হল আরআরআর।

গত মঙ্গলবার লস এঞ্জেলসে অনুষ্ঠিত হওয়া ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড অ্যাট ৫০ অ্যানিভার্সারি অফ স্যাটার্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হলো। সেখানেই সেরা ফিকশন ফিল্মের পুরস্কার জিতেছে আরআরআর। শুধু তাই নয় এই ছবি নাম তুলেছে অস্কার নমিনেশনেও। যা অনুষ্ঠিত হবে আগামী বছর। স্যাটার্ন অ্যাওয়ার্ড মূলত দেওয়া হয় সেই সমস্ত বিজ্ঞান বিষয়ক, বিজ্ঞান, কল্পনাপ্রসূত, হরর, ফিকশন ছবিকে যার সাথে বাস্তবের মিল নেই। সেখানে সব ছবির মধ্যে সেরার শিরোপা জিতে নিয়েছে দক্ষিণী ছবি আরআরআর। তবে এটাই প্রথমবার নয়, এর আগে বাহুবলির জন্য আরেকবার এই পুরস্কার জিতেছিলেন রাজামৌলি। এবার দ্বিতীয় বার আরেকবার হাতে এলো সেরার শিরোপা।

উল্লেখ্য রামচরণ, জুনিয়র এনটিআর অভিনীত এই ছবি এখনো সমান জনপ্রিয়। এছাড়া বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবং অজয় দেবগন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আরআরআর ছবিতে। গোটা পৃথিবীব্যাপী এই ছবি এখনো পর্যন্ত ১১০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে।

You may also like