Home Featured Russia Is Preparing For Nuclear Attack: ইউক্রেনের বিরুদ্ধে পরমাণু হামলার প্রস্তুতি? ব্যালেস্টিক মিসাইলের মহড়া স্বচক্ষে দেখলেন পুতিন

Russia Is Preparing For Nuclear Attack: ইউক্রেনের বিরুদ্ধে পরমাণু হামলার প্রস্তুতি? ব্যালেস্টিক মিসাইলের মহড়া স্বচক্ষে দেখলেন পুতিন

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: ইউক্রেন ডার্টি বোমা (Ukraine Is Preparing Dirty Bomb) তৈরি করছে বলে ভারত এবং চিনের কাছে দাবির মধ্যেই পরমাণু হামলার প্রস্তুতি (Russia Is Preparing For Nuclear Attack) শুরু করে দিল পুতিনের রাশিয়া। বুধবার তাঁর দেশের পরমাণু শক্তিসম্পন্ন বাহিনীর ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার মহড়া কন্ট্রোল রুম থেকে নিজে চাক্ষুষ করলেন সেদেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আট মাস ধরে চলা ইউক্রেনের সঙ্গে যুদ্ধের প্রেক্ষিতে ক্রমবর্ধমান মস্কো ও পুতিনের উত্তেজক মন্তব্যের মধ্যেই এদিন ব্যালিস্টিক মিসাইলের মহড়া চালাল রাশিয়া। দুদেশের যুদ্ধ পরমাণু যুদ্ধে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক সমর বিশেষজ্ঞরা।

ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে ভূমি,সমুদ্র ও আকাশে একটি প্রশিক্ষণ হয়েছে। ওই প্রশিক্ষণে ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুইজ মিসাইলের মহড়া হয়েছে। রাশিয়ার সরকার পরিচালিত প্রচার মাধ্যমে দেখা গিয়েছে সিনেভা ব্যালিস্টিক মিসাইল বারেন্টস সমুদ্র থেকে যুদ্ধজাহাজ থেকে নিক্ষেপ করা হচ্ছে। ইউক্রেন ডার্টি বোমা তৈরি করছে বলে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু টেলিফোনে বিশ্বের বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের ফোন করার আগেই মহড়ায় রাশিয়ার পূর্ব এলাকায় কামচাটকা উপসাগর থেকে মিসাইল উৎক্ষেপণ করা হয়। বেশ কয়েকদিন ধরেই সের্গেই ন্যাটোভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের ইউক্রেনের ডার্টি বোমা তৈরি করা নিয়ে অভিযোগ জানিয়ে যাচ্ছিলেন। চিনের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও একই অভিযোগ করেছেন রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকেও একইভাবে উদ্বেগ জানিয়েছেন রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও মস্কোর সমস্ত অভিযোগ উড়িয়ে ইউক্রেন জানিয়েছে তাদের মতে এই অভিযোগ স্রেফ বাজেকথা ও বিপজ্জনক। আসলে যুদ্ধক্ষেত্রে নিজেদের পরিকল্পনাকে চাপা দিতেই তারা এমন অভিযোগ জানিয়েছে।

You may also like