মহানগর ডেস্ক: ইউক্রেনের পর এবার পুতিনের নিশানায় ইউরোপের পোল্যান্ড? মঙ্গলবার যুদ্ধের আশঙ্কা উস্কে দিয়ে পোল্যান্ডে রাশিয়ার তৈরি মিসাইল আছড়ে (Russian Made Missile) পড়ার পর সেনাবাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিল ওয়ারশ। তারা জানিয়েছে মিসাইল হানায় প্রেজোডো গ্রামে দুজনের মৃত্যু হয়েছে। তবে কারা ওই মিসাইল ছুড়েছে তার সুনির্দিষ্ট প্রমাণ এখনও পাওয়া যায়নি। এই ঘটনায় মস্কোর রাষ্ট্রদূতকে (Russian Ambassador Summoned) অবিলম্বে বিস্তারিত ব্যাখ্যা দিতে তলব করেছে পোল্যান্ড সরকার। মিসাইল হানার পর জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকের পর সেনাবাহিনীকে সতর্ক করছে ওয়ারশ। আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সরকারি মুখপাত্র জানিয়েছেন কোনও ধরণের হানাদারির মোকাবিলায় কয়েকটি কমব্যাট ফোর্সকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রস্তুত থাকতে বলা হয়েছে অন্যান্য বাহিনীকেও। এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টেলিফোনে পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন। তিনি মিসাইল আছড়ে পড়ার ঘটনার তদন্তের ব্যাপারে পোল্যান্ডকে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন, এ খবর জানিয়েছে হোয়াইট হাউস। যদিও ন্যাটোর প্রতিশ্রুতি মতো সম্মিলিত প্রতিরক্ষায় সুরক্ষিত পোল্যান্ড তবে মিসাইল আছড়ে পড়ার ঘটনাটি ইচ্ছাকৃত না দুর্ঘটনা, তার ওপর নির্ভর করছে। তবে মিসাইল আছড়ে পড়ার ঘটনায় আন্তর্জাতিক মহল থেকে নিন্দা ঝড় বইতে শুরু করেছে। ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান চার্লস মাইকেল জানিয়েছেন তিনি এই ঘটনায় অত্যন্ত শকড। এবং ইন্দোনেশিয়া চলতি জি-ট-২০ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁকড়কে এনিয়ে কথা বলার কথা তিনি জানিয়েছে।
এর আগে ইউক্রেনের প্রেসিডন্ট জেলেনস্কি জানিয়েছিলেন দুটি রাশিয়ার মিসাইল পোল্যান্ডে আঘাত করেছে, যা যুদ্ধের পরিস্থিতি উস্কে দেওয়ার মতোই। তবে সেদেশের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা কিভের বাহিনীর ভূমি থেকে আকাশে মিসাইল নিক্ষেপের কারণে পোল্যান্ডে পাল্টা মিসাইল হামলার তত্ত্ব উড়িয়ে দিয়ে বলেছেন এর পেছনে কোনও ষড়যন্ত্র নেই। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রক কোনও ধরণের প্ররোচনার বিষয়টি মানতে চাননি। মঙ্গলবার পোল্যান্ডের সীমান্তবর্তী লিভ-সহ ইউক্রেনের শহরগুলিতে রাশিয়ার মিসাইল হানার পরই পোল্যান্ডে মিসাইল আছড়ে পড়ে।
.