মহানগর ডেস্ক: তথ্যচিত্র কালী এবং সে সম্পর্কে মহুয়া মৈত্রের (Mahua Moitra) মন্তব্য নতুন করে রাজ্য রাজনীতিতে শুরু করেছে বিতর্ক। এরই মধ্যে তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh) সংসদ মহুয়া মৈত্র সম্পর্কে বলেন, ‘গণতন্ত্রে মানুষের বাক স্বাধীনতা থাকলেও, আমরা যা খুশি তাই বলতে পারি না। বলার আগে ভেবে চিন্তে বলতে হয় আমাদের।’
আরও পড়ুন: কালী বিতর্কের জের! বদলে গেল মহুয়ার হোয়াটসঅ্যাপ ডিপি
বুধবার একটি দলীয় অনুষ্ঠানে যোগদান করেছিলেন তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ। সেখান থেকে মহুয়া মৈত্রের মন্তব্যকে ঘিরে তাঁকে প্রশ্ন করা হলে তিনি প্রাথমিকভাবেই বলেন, ‘আমি এ বিষয়ে কোনও মন্তব্য করব না। কারণ দল জানিয়ে দিয়েছে এটা ওঁনার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। সেখানে আমি নিজেকে এই বিষয়ে মন্তব্য করার যোগ্য বলে মনে করি না।’
এছাড়াও এ বিষয়ে সায়নী আরও বলেন, ‘আমাদের দলের একজন সংসদও এ বিষয়ে মন্তব্য করেছেন। তার পাল্টা মন্তব্য করেছে বিরোধী দলের নেতারাও। এরপর আইন আছে, যা হবে আদালতে দেখা যাবে।’
এরপরই সায়নী বলে বসেন, ‘গণতন্ত্রে যেমন বাক স্বাধীনতা রয়েছে, সৃজনশীলতা রয়েছে, ঠিক তেমনই আমাদের খেয়াল রাখতে হবে, এতে যেন কারোর ধর্মীয় ভাব আবেগে আঘাত না লাগে।’ তৃণমূলের যুবনেত্রীর এহেন মন্তব্যের পর নতুন করে মাথাচালা দিয়ে উঠেছে প্রশ্ন। তাহলে কী এবার সায়নীর মন্তব্যকে ঘিরে নতুন করে বিপাকে পড়তে চলেছে মহুয়া মৈত্র?