Home Entertainment Salim Khan : ছেলের জন্য স্ক্রিপ্ট লিখতে ভয় পান সেলিম! এত বড় চিত্রনাট্যকার কেন বললেন এমন?

Salim Khan : ছেলের জন্য স্ক্রিপ্ট লিখতে ভয় পান সেলিম! এত বড় চিত্রনাট্যকার কেন বললেন এমন?

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : বলিউডের অন্যতম সফল এবং খ্যাতনামা চিত্রনাট্যকার সেলিম খান। এমন সব গল্প এক এক সময় উপহার দিয়েছেন যার স্মৃতি আজও ঘুরে ফিরে বেড়ায় দর্শকদের মনে। কি নেই তার ঝুলির মধ্যে। সত্তরের দশকের শোলে, জঞ্জির, দিওয়ার একের পর এক হিট দিয়েছেন বলিউডকে। ১৯৮২ সালের সেলিম এবং জাভেদ আক্তার জুটি দিয়েছে একের পর এক উপহার। তবে জানেন কি এত বড় চিত্রনাট্যকার হয়েও কোনদিন নিজের ছেড়ে সালমানের জন্য কোনরকম চিত্রনাট্য লেখেন নি। তার কারণটাও বেশ আশ্চর্যজনক। আসলে ছেলের জন্য চিত্রনাট্য লিখতে ভয় পেতেন সেলিম।

২০১৪ সালের এক ইন্টারভিউতে নিজেই সেই কথা জানিয়েছিলেন চিত্রনাট্যকার। জানিয়েছিলেন তার ছেলে অনেক বড় তারকা। স্বাভাবিকভাবেই তার যদি কিছু হয় তাহলে তার আদর্শের মধ্যে দাগ পড়তে পারে। তাই ছেলের জন্য কোনদিন চিত্রনাট্য লেখার কথা মাথায় আনেননি সেলিম। যদি সেই ছবি ফ্লপ হয় তাহলে একটা ভালো হবে না। পাশাপাশি ছেলের জন্য চিত্রনাট্য লেখার কাজে বেশ ঝুঁকি রয়েছে। পরিচালক এবং প্রযোজক যদি সেই গল্প পছন্দ না করে ছেলে হয়ে হয়তো সে গল্প ত্যাগ করতেও পারবেনা। সব মিলিয়ে একটা বাজে পরিস্থিতির শিকার হতে হবে সালমানকে। তাই সবকিছু মাথায় রেখেই ছেলের জন্য কোনদিনও চিত্রনাট্য লেখেননি তিনি।

উল্লেখ্য পাঁচ সন্তান সালমান আলভিরা অর্পিতা সোহেল এবং আরবাজ সেলিম খানের। তার ব্যক্তিগত জীবনও বেশ চর্চার মধ্যে ছিল কাজের জীবনের মতই। সত্তরের দশকের অন্যতম অভিনেত্রী হেলেনকে বিয়ে করার কারণে শুনতে হয়েছে একাধিক কটু কথা। তবে কোনদিন সেসব নিয়ে বেশি মাথা ঘামাননি সেলিম।

You may also like