মহানগর ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খান কয়েক আগেই ডেঙ্গু আক্রান্ত হয়ে বিদায় নিয়েছিলেন। স্বাভাবিকভাবেই ভক্তদের মনে ছিল চিন্তা। এমনকি বিগ বস থেকেও বিদায় নিয়েছিলেন তিনি। তার জায়গায় সঞ্চালনার দায়িত্ব পড়ে করণ জোহারের ওপর। যদিও নেটিজেনরা দাবি জানিয়েছেন করণকে সরিয়ে দেওয়া হোক এক্ষুনি। কারণ তিনি ইচ্ছে করে প্রতিযোগিতার মধ্যে ঝামেলা লাগিয়ে মজা নিচ্ছে। এই বিতর্কের মাঝেই ফের বাড়ীর বাইরে পা রাখেন সলমান।
কালো টি শার্ট এবং খয়েরি ট্রাউজারে সলমানকে দেখা গেল চিরচেনা অবতারে। ভগ্নিপতি আয়ুস শর্মার জন্মদিনে হাজির হলেন তিনি। তার আগেই পাপারাজ্জিদের ক্যামেরায় ফ্রেমবন্দি হন সলমান। শুধু তাই নয়, ছবি তুললেন একরত্তি বোনঝিকে নিয়েও। আর এই ছবি সোশ্যাল মাধ্যমে আসতেই অনুরাগীদের মুখে চওড়া হাসি। ঠিক আছেন ভাইজান। ডেঙ্গুকে পুরোপুরি হারিয়ে দিয়েছেন তিনি। আর তার মানে জলদি ফিরতে চলেছেন বিগবসের সেটে।
উল্লেখ্য, ২০১০ থেকে বিগ বস সঞ্চালনার দায়িত্ব সামলেছেন তিনি। দেখতে দেখতে ১৬ নম্বর সিজনে পৌঁছেছে তার শো। সমালোচনা হলেও এই শোকে নিয়ে উন্মাদনাও মারাত্মক। তবে বিগ বস ছাড়াও সলমানের হাতে রয়েছে একাধিক প্রজেক্ট। মুক্তির অপেক্ষায় তার টাইগার সিরিজের তিন নম্বর ছবি টাইগার ৩। এছাড়া আগামী বছর ঈদে মুক্তি পাবে কিসি কা ভাই কিসি কা জান।