Home Entertainment Salman Khan : দীর্ঘ বছর পর নয়া ধামাকা নিয়ে কলকাতায় আসছেন সলমান, জানুন কবে কোথায়?

Salman Khan : দীর্ঘ বছর পর নয়া ধামাকা নিয়ে কলকাতায় আসছেন সলমান, জানুন কবে কোথায়?

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : হিল্লি দিলি ঘুরে অবশেষে তিলোত্তমার টানে আসছেন বলিউড ভাইজান। দীর্ঘদিনের প্রার্থনা পূরণ হতে চলেছে কলকাতার ভাইজান প্রেমীদের। নতুন বছরেই কলকাতার মাটিতে পা রাখবেন তিনি। জানালেন সেই কথা নিজেই। কিন্তু ঠিক কোন কারণে আসছেন দাবাং খান?

কলকাতায় আসছেন পারফর্ম করতে। আজ্ঞে হ্যাঁ, দাবাং দ্য ট্যুর রিলোডেড… কলকাতা নিয়ে হাজির হচ্ছেন তিনি। তবে তিনি একা নন। সঙ্গে থাকবেন সোনাক্ষী সিনহা ,জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভুদেবা ,আয়ুষ শর্মা এবং গুরু রন্ধাওয়া। অডিশনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে গত মাসেই কলকাতায় এসেছিলেন সোহেল খান এবং সলমানের ব্যক্তিগত নিরাপত্তা শেরা। তারাই পুরো ব্যাপারটা নিজের চোখে খতিয়ে দেখে গিয়েছেন। দেখেছেন হোটেল থেকে ভেনুর নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা।

আগামী বছর একদম দোরগোড়াতে জানুয়ারির ১৯ তারিখে কলকাতায় আসেন তিনি। সবকিছু ঠিক থাকলে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। এরপর রাতভর রিহার্সাল এবং ২০ তারিখে শহরবাসীর জন্য পারফর্ম করবেন ভাইজান এবং তার সঙ্গীরা।

তবে আপাতত সলমান খান এবং তার বাবা সেলিম খানের প্রাণের ঝুঁকি নিতে রাজি নয় কেউ। তাদের জন্য আসা কারণে আপাতত নিরাপত্তায় কোনরকম ঢিলেমি দিতে নারাজ মহারাষ্ট্র সরকার। যে কারণে আপাতত তার জন্য ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা বহন করা হয়েছে। কলকাতায় সেই তৃতীয় স্তরে নিরাপত্তা বলয়ের পাশাপাশি পুলিশ সিস্টেমের টিম থাকবেন বলিউড সুপারস্টারের নিরাপত্তার দায়িত্বে। তবে শেষবার ২০০৯ সালে ওয়ান্টেড ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন সলমান। সেখানে এক ফুটবল ম্যাচে খেলার কথা ছিল তার। তবে ভাইজানকে দেখে ঘিরে ধরে পাবলিক। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার কারণে এবং তার নিরাপত্তার জন্য হোটেলে ফিরে যেতে বাধ্য হন সলমান।

You may also like