মহানগর ডেস্ক : এই সপ্তাহে বিগ বসে হাজির থাকবেন না বিগ বস নিজে। এমনকি বলিউড থেকেও বেশ কিছু দিনের বিরতি নিয়েছেন তিনি। নিশ্চয়ই ভাবছেন হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ। আসলে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন সলমান খান। সেই খবর নিজেই জানিয়েছেন সোশ্যাল মাধ্যমে। তাই এই রিয়েলিটি শো থেকে ক্ষনিকের বিদায় নিয়েছেন তিনি। আপাতত চিকিৎসাধীন নিজের বাড়িতে।
সূত্রের খবর অনুযায়ী শোনা যাচ্ছে, সালমান খান বিদায় নিলেও শো সঞ্চালক বিহীন থাকবে না।পরিচালক করণ জোহর যিনি ওয়েব মাধ্যমে বিগ বস হোস্ট করেছেন। সলমানের অনুপস্থিতিতে তিনি সামলাবেন সিজেন ১৬।
বেশ কয়েকদিন হলো শুরু হয়ে গিয়েছে বিগ বস। সেখানে প্রথম সপ্তাহে প্রতিযোগীদের সঙ্গে আলাপ এবং তাদের খেলার রুলস বোঝাতে দেখা গিয়েছে ভাইজানকে। তবে সূত্রের খবর বলছে আগামী দু’ সপ্তাহ বাস থেকে বিদায় নিয়েছেন ভাইজান। অন্যদিকে নিজের ছবির কাজ ‘কিসি কা ভাই কিসি কা জান’ পিছিয়ে দিয়েছেন অসুস্থতার জন্য।