মহানগর ডেস্ক : কিছুদিন আগেই খবর এসেছিল এক দুরারোগ্য অসুখে ভুগছেন তেলেগু অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। স্বাভাবিকভাবে খবর সামনে আসতে ভয় পেয়ে গিয়েছিলেন তার অনুরাগীরা। তবে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেও চিকিৎসকেরা আশ্বাস দিয়েছিলেন খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন সামান্থা। কারণ তার শরীরে মায়োসিটিস বাসা বাঁধলেও ততটা ভয়াবহ আকার ধারণ করেনি।
এখন কিছুটা সুস্থ তেলেগু সুপারস্টার। তাই অসুস্থতা নিয়েই কাজে ফিরলেন অভিনেত্রী। জোরদার প্রচার করলেন তার আগামী ছবি যোদ্ধার। গত সোমবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন সামান্থা। যেটি যোদ্ধার প্রমোশনাল ইভেন্টে তোলা। কালো রঙের আউটফিটে সঙ্গে ম্যাচিং গ্লাস। একতৃষ্ঠে তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে। মুখে রয়েছে কিঞ্চিৎ হাসি। সবমিলিয়ে ছবিতে অপরূপ লাগছিলেন সুন্দরী সামান্থা।
তবে সামান্থা নিজের ছবি দিতেই কিছুটা আশ্বস্ত তার অনুরাগীরা। অভিনেত্রী এখন সুস্থ রয়েছেন সেটা জেনে কেউ লিখেছেন,’ আমি ভগবানের কাছে প্রার্থনা করছি তোমার দ্রুত আরোগ্যর’। আবার অন্য জন লিখেছেন,’ খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাও ম্যাম। অনেক কাজ বাকি রয়েছে’।
নন্দিনী রেড্ডি পরিচালিত এই একশন সিকোয়েন্সে মুখ্য ভূমিকায় দেখা যাবে সামান্থা রুথ প্রভুকে। আগে একাধিক চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন সামান্থা। হরি শংকর এবং হরিশ নারায়ণের সঙ্গে যোদ্ধা ছবিতে আর কি কি ম্যাজিক দেখান সামান্থা তা সময়ের অপেক্ষা। তেলেগু ছাড়াও এই ছবি মুক্তি পাবে কন্নড়, তামিল, মালেয়ালম এবং হিন্দিতে। আগামী ১১ নভেম্বর মুক্তি পাবে এই ছবি।