Home Featured Same Sex Marriage : ভালোবাসা মানে ভালোবাসাই, সেনেটে সমকামী-বিয়ে বিল পাসের পর মন্তব্য উচ্ছ্বসিত বাইডেনের

Same Sex Marriage : ভালোবাসা মানে ভালোবাসাই, সেনেটে সমকামী-বিয়ে বিল পাসের পর মন্তব্য উচ্ছ্বসিত বাইডেনের

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: সমকামীদের মধ্যে বিয়েতে (Same Sex Marriage) আর কোনও বাধা রইল না আমেরিকায়। এ নিয়ে বিল পাস হল সেদেশের সেনেটে (Bill Passed In Senate)। এটিকে যুগান্তকারী বিল বলে বর্ণনা করা হয়েছে। সেনেটে বিলের পক্ষে পঞ্চাশ ডেমোক্র্যাট সদস্যের সঙ্গে ভোট দেন এগারোজন রিপাবলিকান। বিল পাসের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সেনেটে সমকামীদের বিয়ে সংক্রান্ত বিল পাস করে একটি মৌলিক সত্যিকে নতুন করে নিশ্চিত করার একেবারে মুখে এসে দাঁড় করিয়েছে আমেরিকা। ভালোবাসা মানে ভালোবাসা। মার্কিনদের পছন্দের মানুষকে বিয়ে করার অধিকার থাকা উচিত। সেনেটে বিল পাসের পর বিলটি হাউস অব রিপ্রেজেন্টেটিভসে যাবে। আশা করা হচ্ছে সেখানে দ্রুতই অনুমোদন পাবে। অনুমোদন পাওয়ার পর তা পাঠানো হবে প্রেসিডেন্ট বাই়ডেনের কাছে সইয়ের জন্য। তারপরই আইনে পরিণত হবে বিলটি।

সব মিলিয়ে সমকামী বিয়ে নিয়ে নতুন যুগের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমেরিকা। সেনেটে সংখ্যালঘুদের নেতা চাক শুমার এই পদক্ষেপের প্রশংসা করে বলেছেন এই পদক্ষেপ আমেরিকার এলজিবিটিকিউদের প্রতি সুবিচারের আশা তৈরি করেছে। ২০১৫ সাল থেকে আমেরিকার সুপ্রিম কোর্ট সমকামীদের মিলনের ব্যাপারে নিশ্চয়তা দেয়। কিন্ত গর্ভপাতের অধিকার সুরক্ষিত করা নিয়ে দীর্ঘদিনের নির্দেশ খারিজ করার পর সমকামীদের বিয়ের বিষয় ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়। বিল পাস হওয়া নিয়ে জরুরি ভিত্তিতে উদ্যোগ নেয় ডেমোক্র্যাটরা। এ মাসের মাঝামাঝি ভোটে তারা আটকে যায়। রিপাবলিকানদের কাছে হেরে যায় তারা। যদিও খুব সামান্য ব্যবধানে রিপাবলিকানরা এগিয়েছিল। সুতরাং যখন জানুয়ারি মাসে কংগ্রেস ক্ষমতায় আসবে, তখন অচলাবস্থা দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে।

You may also like