মহানগর ডেস্ক : অবশেষে সামনে এলো হত্যা পুরী ছবির ট্রেলার। দীর্ঘদিন পর ফিরতে চলেছে ফেলুদা। প্রায় ছয় বছর পর অবশেষে সন্দীপ রায়ের হাত ধরে এলো ফেলুদা। আর এই প্রথম ফেলুদা হিসেবে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে। তবে ফেলুদার মতই এবারে পাল্টে গিয়েছে জটায়ু এবং তোপসে। তিনটে চরিত্রই দেখা যাবে একদম নতুন মুখ। যদিও প্রথমে ফেলুদা নিয়ে বিতর্ক হয়েছিল। যে চরিত্র এর আগে সৌমিত্র চট্টোপাধ্যায় ,সব্যসাচী চক্রবর্তীর মতো অভিনেতাদের দেখা গিয়েছে। সেইখানে ইন্দ্রনীল সেনগুপ্তকে অনেকেই মেনে নিতে পারেননি।
যদিও সন্দীপ রায় আশাবাদী দর্শকদের মনে ধরবে এই ত্রয়ীর রসায়ন। তবে কাস্টিং নিয়ে অনেকেরই পছন্দ হয়নি চলেছি নানা ব্যঙ্গ বিদ্রুপ। অবশেষে ট্রেলার প্রকাশে আসার পর মনে করা হচ্ছে দর্শক দেশেই মনোভাব অনেকটাই বদলে যাবে।গত ৩০ নভেম্বর মুক্তি পেয়েছে ছবি ট্রেলার। সেখানেই পানি এসে সন্দীপ রায় জানিয়েছিলেন, তিনজন চরিত্রই ভীষণ মন দিয়ে কাজ করেছে এমনকি যা যা বলা হয়েছে বাধ্য ছেলের মত প্রত্যেকে সেই কথা শুনে কাজ করেছেন। তাই তিনি খুব খুশি। শুধু তাই নয় পর্দায় জটায়ু তোপসে ফেলুদার জুটির প্রভাব দেখা গিয়েছে অফস্ক্রীন পর্দাতেও।
পাশাপাশি জানিয়েছেন পরান বন্দ্যোপাধ্যায় কেউ দেখা যাবে এই ছবিতে। তবে কোন চরিত্রা দেখা যাবে সেটা না জানালেও জানা গিয়েছে চরিত্রে যান প্রাণ সব দিয়ে কাজ করেছেন তিনি। আগামী মাসের ২৩ তারিখ বড় পর্দায় আসতে চলেছে হত্যাপুরী। পুরীতেই হবে এবার রহস্যের সমাধান।