মহানগর ডেস্ক: জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাকাপাকি বিচ্ছেদ হতে চলেছে টেনিস তারকা সানিয়া মির্জা এবং পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিকের (Sania and Shoaib Divorce))। আইনি জটিলতা কাটিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁদের বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করা হবে। এখবর জানিয়েছে পাকিস্তানের জিও নিউজ। পাক সংবাদ সংস্থা জানিয়েছে, দুজনের মধ্যে বিভিন্ন শো ও আইনি জটিলতা মেটানোর কাজ থাকায় বিবাহ বিচ্ছেদের গুজবের (Rumour On Divorce) জবাব দিতে পারছিলেন না সানিয়া ও শোয়েব। তাদের অনেকগুলি বিজ্ঞাপনের চুক্তি রয়েছে যা এখনও শেষ হয়নি। তাঁদের বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা নিয়ে নানা খবর বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছিল। শোনা যাচ্ছিল শোয়েব নাকি এক পাকিস্তানি নায়িকার প্রেমে পড়েছেন।
সেই খবরকে ঘিরে বিচ্ছেদ নিয়ে চর্চা শুরু হয়। এ সপ্তাহের শুরুতে ইনস্টাগ্রামে সানিয়ার একটি ইঙ্গিতপূর্ণ নোট নিয়ে সেই জল্পনা আরও জোরালো হয়। তাতে সানিয়া লিখেছিলেন, ভাঙা হৃদয়গুলো কোথায় যাবে। আল্লার দেখা পেতে…। তাঁদের ছেলে ইঝানকে নিয়ে ছবি পোস্ট করেন ভারতীয় টেনিস তারকা। ক্যাপশন দেন এই মুহূর্তগুলো আমাকে কঠিনতম দিনগুলোর মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। সানিয়া-শোয়েবের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে তাঁরা তাঁদের ছেলের কো-পেরেন্ট রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এর আগে দুজনের সম্পর্ক নানা কারণে তিক্ত হয়েছিল। তবে কী সেই কারণ তা জানা যায়নি। বিবাহ বিচ্ছেদের গুজবের মধ্যেই সানিয়া ইনস্টাগ্রামে বাগানে দাঁড়িয়ে থাকা নিজের একক ছবি পোস্ট করেন। যদিও ইনস্টাগ্রামে শোয়েবের বায়োয় এখনও লেখা রয়েছে, অ্যাথলিট, সুপার উম্যান সানিয়া মির্জা। ২০১০ সালে ভারতীয় টেনিস তারকা ও পাক ক্রিকেটার বিয়ে করেন। ২০১৮ সালে তাঁদের সন্তান হয়। গত অক্টোবরে ছেলের জন্মদিন পালন করেন তাঁরা।