Home Entertainment Sania-Shoaib : বিচ্ছেদ জল্পনার মাঝেই নতুন চমক, জুটিতে ফিরছেন শোয়েব-সানিয়া

Sania-Shoaib : বিচ্ছেদ জল্পনার মাঝেই নতুন চমক, জুটিতে ফিরছেন শোয়েব-সানিয়া

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : বেশ কিছুদিন ধরে শিরোনামে ঘুরছে সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের সম্পর্ক ভেঙেছে। শুধু তাই নয় বিচ্ছেদের পরিকল্পনা নাকি করে ফেলেছেন তারা দুজনে। বন্ধ করে দিয়েছেন একসঙ্গে থাকা। এসব জল্পনা যখন ঘুরেফিরে বেড়াচ্ছে তখন ঠিক তার মাঝে নতুন চমক দিলেন এই দুটি। একেবারে একসঙ্গে হাজির হলেন দুজনে। দ্য মির্জা মালিক শো নামের একটি অনুষ্ঠানে একসঙ্গে হাজির হতে চলেছেন তারা।

আপাতত তার শুটিং চলছে। ইনস্টাগ্রামের একটি ভিডিওতে দেখা গেল সানিয়া এবং শোয়েবকে। পাশাপাশি দাঁড়িয়ে তারা নিজেদের পরিচয় দিলেন। যে ভিডিওর ওপরে লেখা রয়েছে,’ আপনারা কি এই শো দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন?’ তবে একসঙ্গে দাঁড়ালেও তাদের মধ্যে দূরত্ব যেন অনেকটা। পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন শোয়েব মালিক। কথা বলার সময় মুখে হাসি ধরে রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পারলে না সানিয়া।

কিছুদিন আগেই সোনা গিয়েছিল সানিয়া এবং শোয়েবের সঙ্গে এই যে শো তা বিচ্ছেদের সম্ভাবনা কমায়নি। এমনকি এও শোনা গিয়েছে বিচ্ছেদের কথা নাকি এই শোয়ের জন্যই ঘোষনা করতে পারছেন না এই তারকা জুটি। কারণ তাতে রয়েছে আইনি সমস্যার সম্ভাবনা। আবার নাম না প্রকাশ করা এক ঘনিষ্ঠসূত্রের খবর ,’দুজনের বিচ্ছেদ হয়ে গিয়েছে। তারা এখন আলাদা থাকতে শুরু করে দিয়েছেন। এর বেশি আর কিছু বলা যাবে না’।

You may also like