Home Entertainment Sanjay Dutt : আর বলিউডে নয়, বরং এবার থেকে সাউথে বেশি ছবি করবেন সঞ্জয় দত্ত! কিন্তু কেন?

Sanjay Dutt : আর বলিউডে নয়, বরং এবার থেকে সাউথে বেশি ছবি করবেন সঞ্জয় দত্ত! কিন্তু কেন?

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : তার যাত্রা শুরু হয়েছিল বলিউডে। তবে মাঝে সঞ্জয় দত্তের কেটে গেছে বেশ অনেকগুলি বছর। জীবনে এসেছে ওঠাপড়া, সমস্যা অনেক কিছু। কিন্তু বলিউডে যে কটি ছবি তিনি দিয়েছেন এখনো সুপারহিট। কিন্তু সেই বলিউড থেকেই এবার মুখ ফিরিয়ে নিলেন তিনি। জানালেন আর বলিউডের নয়, এবার থেকে দক্ষিণ ভারতের বেশি ছবি করবেন তিনি।

সম্প্রতি মুক্তি পেয়েছে ধ্রুব সারজা এবং সঞ্জয় দত্ত অভিনীত কেডি- দ্য ডেভিল ছবির টিজার। সেই অনুষ্ঠানে হাজির হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেতা। তবে এটাই প্রথমবার নয়, এর আগে কেজিএফ চ্যাপ্টার ২-তে তার অভিনয় মন কেরেছে প্রত্যেকের। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন,’ আমি কেজিএফে কাজ করেছি। এখন কেডিতে। আমি সত্যিই ছবিটা নিয়ে খুব আশাবাদী এবং সমস্ত সদস্যকে শুভেচ্ছা জানাচ্ছি। তবে এটাও বলতে চাই আমি আরো অনেক বেশি করে সাউথের ছবিতে কাজ করতে চাই। তাদের মধ্যে ছবি তৈরি করা নিয়ে একটা ক্ষিধে রয়েছে, চোখে মুখে ভালোবাসা আত্মবিশ্বাস এনার্জি রয়েছে ছবিকে ঘিরে। তবে বলিউড আমার প্রথম মাটি। অবশ্যই তাকে ভুলবো না’।

উল্লেখ্য, এখনো পর্যন্ত বলিউডের সঞ্জয়কে শেষ দেখতে পাওয়া গিয়েছে রণবীর কাপুর অভিনীত শমসেরা ছবিতে। বলাবাহুল্য সেই ছবি বক্স অফিসে এক সপ্তাহের বেশি চলেনি। কার্যত মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে।

You may also like