Home Entertainment Sanjay Dutt : রণবীরকে না-পসন্দ সঞ্জয়ের! অভিনেতা চান না বলিউড বাজিরাও তার ছবির রিমেক করুন

Sanjay Dutt : রণবীরকে না-পসন্দ সঞ্জয়ের! অভিনেতা চান না বলিউড বাজিরাও তার ছবির রিমেক করুন

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : সম্প্রতি রিয়েলিটি শো ‘কেস তো বানতা হে’ তে হাজির হয়েছিলেন সঞ্জয় দত্ত। আমাজন মিনি টিভির এই অনলাইন কমেডি শো তে এর আগেও একাধিক তারকা নিজেদের ছবির প্রচারে এসেছেন। শো পুরোটাই সাজানো কোর্টরুম চত্বরের মত। যেখানে রিতেশ দেশমুখ এবং বরুন শর্মা পাবলিক প্রসিকিউটর হিসেবে রয়েছেন। এবং বিচারকের আসনে রয়েছেন জনপ্রিয় ইনস্টাগ্রম ইনফ্লুয়েন্সের কুশা কাপিলা।

সেখানে কথার ছলে নানা মজার ঘটনা তুলে ধরেছিলেন সঞ্জয়। সেখানেই তাকে প্রশ্ন করা হয় তার অতি জনপ্রিয় ছবি খলনায়ক যদি বর্তমানে আবার তৈরি করা হয় তাহলে কোন তারকাকে বেছে নেবেন তিনি? অপশন হিসেবে নাম নেওয়া হয় রনবীর সিং ,ভিকি কৌশল এবং রণবীর কাপুরের। তবে সবাইকে অবাক করে দিয়ে এক বাক্যে জানিয়ে দেন রনবীর সিং একেবারেই নয়। কিন্তু এমন বলার কারনটা কি? আর সঞ্জয় দত্তের রনবীর সিংকে এতটা অপছন্দের কারণটাই বা কি হতে পারে? নিশ্চয়ই এমনটা ভাবছেন। তাহলে বলি তিনি উত্তরটি দিয়েছেন মজার ছলে। এবং তার কারণ হিসেবে যা বলেছেন তা আরো মজাদার।

সঞ্জয় দত্ত জানিয়েছেন এখন রনবীর সিং তেমন জামা কাপড় পড়ে না। তাই তিনি নন। এর পরেই হাসিতে ফেটে পড়ে সেখানে উপস্থিত প্রত্যেকে। এছাড়াও নিজের জীবনের বিভিন্ন ব্যক্তিগত দিক, ওঠাপড়া সবকিছু নিয়েই আলোচনা করেন সঞ্জয়।

পাশাপাশি অভিনয় জগতে ফের ফিরে এসেছেন তিনি। বেশ কয়েকদিন আগে মুক্তি পেয়েছে শমশেরা। যেখানে তাঁর সঙ্গে দেখা গেছে রণবীর কাপুরকে। তবে সেই ছবি বক্স অফিসে দাঁড়াতে পর্যন্ত পারেনি। অন্যদিকে বলিউডের পাশাপাশি দক্ষিণ ভারতের ছবিতেও হাত পাকিয়েছেন তিনি। কেজিএফ চ্যাপটার ২-তে অভিনয় করে সবার নজর কেড়েছেন তিনি। ছাড়া মুক্তির অপেক্ষায় তার আরেকটি দক্ষিণ ভারতীয় ছবি কেডি। এছাড়া গুডচাড়ি ছবিতে দেখা যাবে তাকে। যেখানে আরো একবার রবীনা ট্যান্ডনের সঙ্গে জুটি বাঁধবেন তিনি।

You may also like