Home Featured Sanjay Raut: ইডি অফিসে হাজির রাউতের স্ত্রী, জমি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের

Sanjay Raut: ইডি অফিসে হাজির রাউতের স্ত্রী, জমি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের

by Anamika Nandi

মহানগর ডেস্ক: শনিবার সকালে ইডির অফিসে পৌঁছেছেন সঞ্জয় রাউতের (Sanjay Raut) স্ত্রী বর্ষা রাউত। জমি দুর্নীতি মামলায় গত রবিবার গভীর রাতে গ্রেফতার হয়েছেন উদ্ধব ঘনিষ্ঠ। এরপর মানি লন্ডারিং মামলায় সমন গিয়েছে সাংসদের স্ত্রীর কাছে। এদিন মেয়ে এবং সঞ্জয় রাউতের ভাইয়ের সঙ্গে তদন্তকারী সংস্থার অফিসে (Enforcement Directorate) পৌঁছেছেন বর্ষা রাউত।

দু’দিন আগে মুম্বইয়ের বিশেষ আদালত সঞ্জয় রাউতকে আগামী ৮ আগস্ট পর্যন্ত ইডির হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে। বারবার জমি দুর্নীতি মামলায় উঠে এসেছে সঞ্জয় রাউত ও তাঁর স্ত্রীর নাম। চার মাস আগেই ইডি মুম্বইয়ের গোরেগাঁওয়ে পাত্র চাউলের পুনর্নির্মাণে এক হাজার কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ আনে রাউতের বিরুদ্ধে। বাজেয়াপ্ত করা হয় বর্ষা রাউত এবং সেনা সাংসদের ২ সহযোগীর ১১ কোটি টাকার সম্পদ।

যার মধ্যে সাংসদের স্ত্রীর দাদারে একটি ফ্ল্যাট ও আলিবাগের আটটি প্লট রয়েছে। যেখানে নাম রয়েছে স্বপ্না পাটকরেরও। এই স্বপ্না পাটকর হলেন রাউতের ঘনিষ্ঠ সহযোগী সুজিত পাটকরের স্ত্রী। বর্তমানে তিনি মামলার অন্যতম সাক্ষী। যদিও গত মাসে তিনি অভিযোগ করেছিলেন, ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে তাঁকে। এদিকে এই সমস্ত কিছুর সঙ্গে নিজের যোগসূত্র অস্বীকার করেছেন সঞ্জয় রাউত।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সমস্ত অভিযোগ প্রত্যাখ্যান করেছেন উদ্ধব ঘনিষ্ঠ। তাঁর বক্তব্য এই সমস্ত কিছুর পেছনে রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র। তিনি বাল সাহেব ঠাকরের আসল শিব সৈনিক। কোনও আর্থিক তছরূপের মামলায় জড়িত থাকতে পারেন না তিনি। এদিকে এদিন জিজ্ঞাসাবাদের জন্য ইডির অফিসে হাজির হয়েছেন বর্ষা রাউত।

You may also like