Home Entertainment Sara-Kartik: পুরনো প্রেমিককে কি ভুলতে পারছেন না সারা! জন্মদিনে হঠাৎ উইশ কার্তিককে

Sara-Kartik: পুরনো প্রেমিককে কি ভুলতে পারছেন না সারা! জন্মদিনে হঠাৎ উইশ কার্তিককে

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : ব্রেকআপের পরেও বন্ধুত্ব। এমন জিনিসটা সচরাচর খুব একটা দেখা যায় না। তবে বলিউড তারকাদের ক্ষেত্রে এ ব্যাপারটা খুবই স্বাভাবিক। অন্তত সৌজন্য প্রকাশের জন্য তারা একে অপরের সঙ্গে তিক্ত সম্পর্কে না গিয়ে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখেন। তবে কিছু ক্ষেত্রে ওপর ওপর বন্ধুত্ব হয়। এ যেমন দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুরের বন্ধুত্ব। সুযোগ পেলেই ওকে ওকে এক হাত নিয়ে নেন, আবার একসঙ্গে ছবিও করেন। তবে তাদেরই অম্ল মধুর সম্পর্ক নজির গড়েছে বলিউডে। সেই তালিকাতে এবার নাম লেখালেন সইফ কন্যা সারা। পুরনো প্রেমিক কার্তিক আরিয়ানকে জন্মদিনে এক মিষ্টি মধুর বার্তা দিয়ে উইশ করলেন।

কার্তিক সারা দুজনের সম্পর্ক যখন একটু একটু করে দানা বাদ দিয়ে শুরু করেছে ঠিক হঠাৎ করেই ভেঙে যায় তাদের সম্পর্ক। এ কথা যদিও সারা কফি উইথ করণে এসে স্বীকার করেছেন। তবে সেসব এখন অতীত। ব্রেকআপ হয়ে গেছে বছরখানেক হবে। হঠাৎ করে সারার মনে যেন পুরনো ভালোবাসা ফিরে এলো।

মঙ্গলবার দিন ছিল কার্তিক আরিয়ানের জন্মদিন। কাটার একটি ছবি নিজের স্টোরিতে পোস্ট করে তিনি লেখেন,’ হ্যাপি বার্থডে কার্তিক আরিয়ান। আশা করি তুমি যা যা আশা করেছ সব এই বছর পাও। তোমার সমস্ত স্বপ্ন পূরণ হোক’। উল্লেখ্য ২০১৯ সালে কফি উইথ করণে এসে সারা জানিয়েছিলেন বলিউডে কার্তিক আরিয়ানকে তার সব থেকে বেশি ভালো লাগে। এরপর তাদের বন্ধুত্ব হয়। একসঙ্গে ছবিতে কাজও করেন তারা। তখন থেকেই উঠে তাদের সম্পর্কের গুঞ্জন।

ঠিক যেমন কার্তিককে একবার লাভ আজ কালের প্রমোশনে প্রশ্ন করা হয়েছিল ছবির স্বার্থে কি তাদের সম্পর্ক নিয়ে প্রচার চালানো হচ্ছে? সেখানে অভিনেতা জানিয়েছিলেন ,’জীবন নিয়ে প্রমোশন আমরা করি না। আমরাও তো মানুষ সব কিছু প্রোমোশনাল হয় না। তবে এর থেকে বেশি আমি কিছু বলতে চাই না’।

You may also like