মহানগর ডেস্ক : তার অভিনয় দেখে বারবার বাহবা দিয়েছেন দর্শক। মুক্তির অপেক্ষায় তার পরবর্তী এবং প্রথম মুখ্য ভূমিকায় অভিনীত ছবি বল্লভপুরের রূপকথা। পাশাপাশি এই ছবি দিয়ে পরিচালনার কাজে হাতেখড়ি অনির্বাণ ভট্টাচার্য। বল্লভপুরের রূপকথায় মুখ্য ভূমিকায় রয়েছেন তিনি। দশটা বছর ইন্ডাস্ট্রিতে কাটাবার পর অবশেষে এলো সেই সুযোগ। তাই খুশি অভিনেতা সত্যম। আপাতত দর্শকদের প্রতিক্রিয়া জানার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।
মন্দার সিরিজে সহকারি পরিচালক হিসেবে কাজ করেছিলেন অনির্বাণের সঙ্গে। অভিনেতার কথা অনুযায়ী, এস্তোনিয়া ছবির শুটিং শেষ করে কলকাতায় ফিরে অনির্বাণ তাকে এই ছবির প্রস্তাব দেন। যদিও প্রথমে বিশ্বাস করতে পারিনি। তারপর গোটা পাঁচেক অডিশন দেওয়ার পর নির্বাচিত হন। জানালেন ছবিতে ভূপতি চরিত্র এখনো পর্যন্ত তার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র।
নাটক দিয়ে টলিপাড়ায় পা রেখেছিলেন তিনি। শুরুতে যদিও পথটা একেবারেই মসৃণ ছিল না। তবে ছবি তৈরির পদ্ধতি তাকে আকর্ষণ করতে বার বার। তাই ইন্ডাস্ট্রিতে পা রাখা সহকারি পরিচালক হিসেবে। তারপর ধীরে ধীরে অভিনয়ের প্রতি ভালোবাসা থেকে অভিনয় করেছেন। ছোট ছোট চরিত্র ধরে এবার মুখ্য চরিত্রে আসতে পেরে খুশি সত্যম নিজেও।
যে মুখ্য চরিত্রের জন্য একদিন বাদ পড়েছিলেন তিনি শুধুমাত্র চেহারার জন্য। সমাজ মাধ্যমে তেমন ফলোয়ার নেই তার। সেই কারনেই হাত ছাড়া হয়েছে অভিনেতা হওয়ার সুযোগ। প্রায় একই কারণে হিন্দি ছবি থেকেও বাদ পড়েছিলেন তিনি।