মহানগর ডেস্ক: গেরুয়া রাজনীতির শিকার ( Victim Of Saffron Political Vendetta) হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়? বিসিসিআইয়ের সভাপতির পদ থেকে তাঁকে সরিয়ে রজার বিনিকে বসানোর খবরে গেরুয়া রাজনীতিকে কাঠগড়ায় দাঁড় করালো তৃণমূল কংগ্রেস (TMC)। তাদের অভিযোগ তাদের দলে নিতে ব্যর্থ হওয়ায় বিজেপি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে হেনস্থা করার চেষ্টা হচ্ছে। দলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন গত বিধানসভা ভোটের আগে এ রাজ্যে জনপ্রিয় সৌরভ তাদের দলে যোগ দিচ্ছেন বলে জোর প্রচার চালিয়েছিল বিজেপি (BJP)। কিন্তু তাতে তারা সফল হয়নি।
গেরুয়া শিবিরকে এক হাত নিয়ে তৃণমূল কংগ্রেস জানিয়েছে, এটা রাজনৈতিক স্বেচ্ছাচারের এক জ্বলন্ত উদাহরণ ছাড়া কিছু নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ যেখানে বিসিসিআইয়ের সচিব হিসেবে দ্বিতীয়বারের জন্য থেকে গেলেন, সেখানে সৌরভকে সভাপতি রাখা হল না। এটা রাজনীতি ছাড়া আর কিছুই নয়। যদিও তৃণমূল কংগ্রেসের এই অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি জানিয়েছে, তারা কখনও প্রিন্স অব ক্যালকাটাকে দলে নেওয়ার ব্যাপারে কোনও উদ্যোগ নেয়নি। সৌরভকে সরিয়ে এবার বিসিসিআইয়ের সভাপতি পদে ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় রজার বিনিকে আনার ব্যাপারে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।
মঙ্গলবার মনোনয়ন জমা দিয়েছেন বিনি। অক্টোবরের আঠেরো তারিখে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় সম্ভবত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন তিনি। শাহের ছেলে জয় শাহ দ্বিতীয়বারের জন্য সচিব পদে নির্বাচিত হতে চলেছেন। আইসিসি বোর্ডেও সৌরভকে সরিয়ে ভারতীয় প্রতিনিধি হিসেবে জয় শাহকে নিযুক্ত করা হচ্ছে বলে খবর। কুণাল ঘোষ জানান, তাঁরা এনিয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও বিধানসভা ভোটের সময় ও ভোটের পর সৌরভকে দলে নেওয়া নিয়ে বিজেপি যেভাবে প্রচার করেছিল,তাতে সৌরভকে দ্বিতীয়বারের জন্য সভাপতি না করা নিয়ে যে রাজনীতির দিকে বাংলার মানুষ আঙুল তুলেছে, তার জবাব দেওয়া তাদেরই দায়িত্বের মধ্যে পড়ে।
.