মহানগর ডেস্কঃ ২০২১ এ রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় হঠাতই অভিনয়ের পাশাপাশি রাজনীতির মঞ্চে প্রবেশ করতে দেখা যায় সায়নী ঘোষ। রীতিমত মাঠে নেমে রোদ বৃষ্টি মাথায় নিয়েই প্রচার চালিয়েছিলেন তিনি। পৌঁছেছেন মানুষের কাছে। তবে বিধানসভা নির্বাচনে তিনি পরাজিত হন। তাতে অবশ্য তাঁর রাজনীতির কেরিয়ারে কোনও আঁচ লাগেনি। দলের তরফে পেয়েছেন আরও গুরু দায়িত্ব। বর্তমানে তিনি যুব তৃণমূল সভাপতি। পাশাপাশি দাপিয়ে চলছে তাঁর অভিনয়ও।
সায়নী ঘোষ জানিয়েছেন, রাজনীতি করায় আগের থেকে ছবির সংখ্যা কমিয়েছেন তিনি। তাঁর মতে কোয়ান্টিটি কমলেও বেড়েছে তাঁর কাজের কোয়ালিটি। সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সায়নী জানিয়েছেন, আগে তিনই বছরে ১৪-১৫ টা করে ছবি করতেন। তখন শুধু বেশি হত ছবির সংখ্যাই। কাজের গুনগত মান ছিল প্রশ্নের মুখোমুখি। তবে তিনি জানিয়েছেন, বর্তমানে তিনি ছবির পরিমাণ আগের থেকে কমিয়ে দিয়েছেন অনেকটাই। এখন অনেক ভেবেচিন্তে ছবি, চরিত্র ইত্যাদি তিনি বাছাই করেন বলে জানান। এখনকার ছবির চরিত্রের গভীরতা অনেক বেশি বলেই তিনি মনে করেন। পাশাপাশি আগের থেকে অনেক পরিণত চরিত্রেও কাজ করার সুযোগ পাচ্ছেন তিনি, এমনটাই জানান যুব তৃণমূল সভাপতি সায়নী ঘোষ।
সায়নী ঘোষ জানিয়েছেন, তাঁর অভিনয়ের ক্ষেত্রে রাজনীতির কোনও হস্তক্ষেপ নেই। দল তাঁকে ঠিক করে দেয় না তিনি কোন চরিত্রে অভিনয় করবেন বা করবেন না। আবার উল্টোদিক থেকে এটাও সত্যি তিনি রাজ্যের শাসক দলের সদস্য মানেই যে তাঁর কাছে অনেক বেশি ছবির অফার আসে এমনটাও নয়। সায়নী ঘোষ জানান, মন দিয়ে তিনি রাজনীতি করায় অনেকে ভাবেন তাঁর কাছে পৌঁছনো কঠিন, ফলত অভিনয় জগতের সঙ্গে তাঁর একটু দূরত্বও তৈরি হয়েছে। তবে ভবিষ্যতে অভিনয় এবং রাজনীতি একসঙ্গে চালিয়ে নিয়ে যেতে চান সায়নী ঘোষ।