Home Featured SCHOOL SERVICE COMMISSION: হাইকোর্টের নির্দেশের পরেই এসএসসি-র ওয়েবসাইটে ১৮৩ জন অযোগ্য শিক্ষকের নাম প্রকাশ

SCHOOL SERVICE COMMISSION: হাইকোর্টের নির্দেশের পরেই এসএসসি-র ওয়েবসাইটে ১৮৩ জন অযোগ্য শিক্ষকের নাম প্রকাশ

by Arpita Sardar
kolkata high court, ssc scam, abhijit gangopadhyay, ineligible candidate

মহানগর ডেস্কঃ হাইকোর্টের কড়া নির্দেশের পরপরই ১৮৩ জন অযোগ্য শিক্ষকের নাম প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই নিজেদের ওয়েবসাইটে সেই তালিকা প্রকাশ করল কমিশন।

বৃহস্পতিবার দুপুরে নবম – দশম শ্রেণিতে নিয়োগ হওয়া ভুয়ো শিক্ষকদের তালিকা প্রকাশ করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি নির্দেশ দেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রকাশ করতে হবে অযোগ্যদের তালিকা। কিন্তু ২৪ ঘন্টার অপেক্ষা নয়, বৃহস্পতিবার সন্ধের আগেই সেই তালিকা প্রকাশ করে কমিশন।

২০১৬ সালের নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষার মেধাতালিকা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। একন চাকরিপ্রার্থী বিষয়টা নিয়ে মামলাও করেন। তাঁর অভিযোগ ছিল, মেধাতালিকায় যারা নিচের দিকে রয়েছেন তাঁদের সুপারিশপত্র দিয়েছে স্বয়ং কমিশন। এই মামলার তদন্তভার সিবিআইকে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

কমিশনের কাছে বিচারপ্তি জানতে চান ঠিক কতজন এমনও অযোগ্য প্রার্থীকে সুপারিশপত্র দেওয়া হয়েছে। বুধবার আদালতে কমিশনের তরফে উত্তরে জানানো হয়, অযোগ্য প্রার্থীর সংখ্যাটা হল ১৮৩ জন। বৃহস্পতিবার সেই ১৮৩ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বিচারপতি কমিশনের আরও জানতে চান যে, এই সুপারিশ অনুযায়ী কতজন এই মুহূর্তে চাকরি করছেন। এই বিষয়ে কোনও উত্তরই দিতে পারেনি কমিশন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, আগামী৩ ডিসেম্বর এসএসসি কর্তৃপক্ষ, মামলাকারী ও সিবিআই বৈঠক করবেন নিজেদের মধ্যে। সূত্রের খবর, গাজিয়াবাদ এবং কমিশনের দফতর থেকে বাজেয়াপ্ত হওয়া হার্ডডিস্ক থেকে ইতিমধ্যেই ওএমআর সিটের যে নমুনা দেওয়া হয়েছে তা খতিয়ে দেখে রিপোর্ট দেবে সিবিআই। বিশেষজ্ঞমহলের দাবি, এই রিপোর্টের পরে হয়তো এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলা অন্য মোড় নেবে।

You may also like