Home Featured Optical illusion: ছবি বলে দেবে সঙ্গী দিলখোলা নাকি চাপা স্বভাবের! দেখুন দেখি আগে কি দেখছেন

Optical illusion: ছবি বলে দেবে সঙ্গী দিলখোলা নাকি চাপা স্বভাবের! দেখুন দেখি আগে কি দেখছেন

by Arpita Sardar

মহানগর ডেস্ক: সোশ্যাল মিডিয়ার হাত ধরে প্রায়ই ভাইরাল হয়ে থাকে নানান রকম অপটিকাল ইলিউশন (optical illusion)। আর সেগুলির রহস্য উদঘাটন করতে নাজেহাল হয়ে যান নেটাগরিকরা। কিন্তু তবুও বেশ মজার ছলে সবাই উঠে পড়ে লাগে রহস্যের সমাধান খুঁজতে। আর এই ইলুশন সৃষ্টিকর্তা কিংবা পোস্টকর্তা যেই হোক না কেন তারা বেশ একাধিক বিষয় একটি ছবির মধ্যে চিত্রিত করেন। যাতে নেট দুনিয়ার বাসিন্দারা সেগুলি খুঁজতে একটু ধন্ধেই পড়ে যান। কখনও কখনও সেই অপটিক্যাল ইলিউশন গুলিতে আপনি প্রথমে কি দেখতে পাচ্ছেন সেটার উপরেও নির্ভর করে আপনি কেমন।

সম্প্রতি এমন একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে আপনার সঙ্গীর অন্তরের কথা আপনি বুঝে নিতে পারবেন। তবে ইলিউশনটিতে প্রথম কি দেখতে পাচ্ছে আপনার সঙ্গী সেটা দেখেই বুঝতে পারবেন সে কেমন। ছবিটিতে সাধারণ ভাবে মনে হবে দুটি গাছ। কিন্তু তার মধ্যেই লুকিয়ে আছে একটি মহিলার মুখ।

ইলিউশন সৃষ্টিকর্তাদের দাবি, যদি প্রথম একটি মহিলার মুখ দেখতে পান, তা হলে বুঝতে হবে তারা একেবারেই চাপা স্বভাবের একটি মানুষ৷ তারা হয়ত ওপরে ওপরে নিজেকে শান্ত, ধীর, স্থির হিসাবে মেলে ধরতে চায়, কিন্তু তাদের ভিতরে ভিতরে ঝড় চলে৷
আর যদি কেউ প্রথমেই দুটি গাছের আকৃতি দেখতে পান, তা হলে বুঝতে হবে সে খোলামেলা মনের মানুষ। অর্থাৎ সকলের সঙ্গে ভাল করে কথা বলতে, মিলে, মিশে, আড্ডা মেরে সময় কাটাতে ভালবাসেন৷

You may also like