Home Featured Severe Air Pollution In Delhi : বাতাসে বিপজ্জনক মাত্রায় বিষের কণা, রাজধানীতে হাসপাতালে ভর্তি বহু বাসিন্দা

Severe Air Pollution In Delhi : বাতাসে বিপজ্জনক মাত্রায় বিষের কণা, রাজধানীতে হাসপাতালে ভর্তি বহু বাসিন্দা

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: গ্যাস চেম্বার? বাতাসে ভেসে বেড়াচ্ছে বিষের কণা। গলায় ব্যথা,কাশি, হাঁফানি ও চোখ জ্বলতে থাকার পাশাপাশি বহু মানুষই বুকে সংক্রমণ ও নিউমোনিয়ার কবলে পড়ার অভিযোগ করেছেন। রাজধানী দিল্লি এবং এনসিআর এই মুহুর্তে আক্ষরিক অর্থেই গ্যাস চেম্বারে (Severe Air Pollution In Delhi) পরিণত হয়েছে। একাধিক বাসিন্দা ভর্তি রয়েছেন হাসপাতালের আইসিউ ইউনিটে। শ্বাসকষ্ট ও দূষণ সংক্রান্ত সমস্যায় আক্রান্ত আট থেকে আশি। শিশুদের মধ্যে দূষণের ( Kids Are Affected) প্রভাব বেড়েছে সত্তর শতাংশ। বাতাসের মানের সূচক সর্বকালের রেকর্ড টপকে যাওয়ায় রাজধানী (Delhi) ও এনসিআরে (NCR)হেলথ এমার্জেন্সির হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মেদান্তা হাসপাতালের চেস্ট সার্জারি বিভাগের চেয়ারম্যান ড. অরবিন্দ কুমার জানিয়েছেন, এখানকার বাসিন্দারা স্বল্প ও দীর্ঘ মেয়াদের প্রভাবের শিকার। এখানকার বাতাস ফুসফুসে ঢুকলে যে কেউ অসুস্থ হয়ে পড়বেন।

তিনি জানান, বুকে ধোঁয়া ঢুকলে তা তৎক্ষণাৎ ফুসফুসে তীব্র প্রদাহ দেখা দেয়। তারপরই এই বিষাক্ত রাসায়নিক ফুসফুস থেকে সোজা রক্তে গিয়ে পৌঁছয়। রাজধানীর সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসির এগজিকিউটিভ ডিরেক্টর অনুমিতা রায়চৌধুরী জানান এধরণের পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দূষণের ফলে শ্বাসপ্রশ্বাসে অসুবিধে, কার্ডিয়াক সমস্যা, হাঁফানি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ দেখা দেয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এভাবে দূষণ চলতে থাকলে শিশুদের মস্তিষ্কে প্রভাব ফেলে এবং তাদের মধ্যে হাইপার-ইরিটাবিলিটির কারণ হয়ে দাঁড়ায়। দূষণের বিষের কারণে স্নায়ু-প্রদাহ দেখা দেয়। কেউ কেউ বলছেন এর ফলে অঙ্গপ্রত্যঙ্গের বিকাশ বাধাপ্রাপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। মস্তিষ্কের বিকাশেও প্রতিবন্ধকতাও তৈরি করে। যদি এই বিষ-বাতাস বয়স্ক মানুষেরা ক্রমাগত নিতে থাকেন, তাহলে হৃদরোগে আক্রান্ত হওয়ার কথাও জানিয়েছেন বেশ কিছু বিশেষজ্ঞ। গবেষকরা গবেষণা চালিয়ে দেখেছেন সাম্প্রতিক অতীতে হার্ট অ্যাটাকের সঙ্গে এই বিষ বাতাসের যোগ রয়েছে। সমীক্ষায় দেখা গিয়েছে এই দূষিত বাতাস আর্টারি ও শিরায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

You may also like