মহানগর ডেস্ক: শুরু হওয়ার পর থেকেই একের পর এক বিতর্কের মুখে এবারের কাতারের বিশ্বকাপ ফুটবল। মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে স্টেডিয়ামে মার্কিন সাংবাদিককে এলজিবিটিকিউয়ের সমর্থনে রামধনু শার্ট (Rainbow Shirt)পরে ঢোকায় বাধা এবং স্টেডিয়ামে বিয়ার বিক্রিতে (Ban On Beer Sale) নিষেধাজ্ঞাতেও তেতে উঠেছে বিশ্বকাপ ফুটবল। এমনকী বিয়ারের বোতল নিয়ে স্টেডিয়ামেও ঢুকতে দেওয়া হচ্ছে না। বাদ যাননি মহিলারাও। তাদের দৃষ্টিকটু পোশাক না পরারও আবেদন জানিয়েছে কাতার প্রশাসন। তবে এবারের বিশ্বকাপে ক্রোয়েশিয়ার এক তরুণী ভক্ত ইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছেন তাঁর পোশাক নিয়ে। প্রতিবাদের ফলে কাতারে জেলও হতে পারে ওই ক্রোয়েশিয়ার সুন্দরীর। ইভানা নল নামে ওই সুন্দরীকে এবারের বিশ্বকাপে হটেস্ট ফ্যান বলে আখ্যা দেওয়া হয়েছে।
ক্রোয়েশিয়ার এই সেক্সিয়েস্ট চিয়ারলিডার (Sexiest Cheer Leader) এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সব থেকে আলোচিত নাম হয়ে উঠেছে। কাতারে বিশ্বকাপ ফুটবলকে ইভানা একটা বিপর্যয় বলার পর থেকেই তিনি প্রচারের সার্চ লাইটে। তাঁর প্রশংসা করার জন্য অনেকেই বিশ্বকাপ দেখতে স্টেডিয়ামে ঢোকার ছাড়পত্র পাননি। এনিয়ে তাঁর ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে। এমনিতেই ইভানার ফলোয়ারের সংখ্যা পাঁচ লক্ষ আশি হাজার। তাঁর স্বল্পাবাস নিয়ে ইনস্টাগ্রাম গরম করে তুললেও তা কাতারে মহিলাদের পোশাক বিধিকে সোজা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। ক্রোয়েশিয়ার জাতীয় পতাকা থেকে আঁটোসাঁটো পোশাক, যা খুব লো কাট এবং যে ধরণের পোশাক একেবারেই নিষিদ্ধ কাতারে, তাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন ইভানা। ডেলি মেল জানিয়েছে বিশ্বকাপের সময় ইংল্যান্ডের ফুটবলারদের স্ত্রী বা বান্ধবীদের কোনওভাবে লো কাট পোশাক, মিনি স্কার্ট না পরার ফতোয়া জারি করেছে কাতার সরকার। ফিফাও মহিলা ভক্তদের প্রকাশ্যে কাঁধ ঢাকা পোশাক পরার ব্যাপারে সতর্ক করেছে। জামা গলা থেকে কোমর পর্যন্ত এবং টপ পরলে তা যেন হাঁটু পর্যন্ত ঢাকা থাকে, তা পইপই করে জানিয়ে দিয়েছে তারা।