মহানগর ডেস্ক: যদি তেলঙ্গনায় টিআরএস বিধায়কদের (Horse Trading) কেনাবেচায় তিনি জড়িত থাকেন, তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Shah Should Be Arrested) গ্রেফতার করা হোক। এমনই বিস্ফোরক দাবি করলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া( Delhi Deputy Chief Minister Manish Shisodia) । শনিবার তেলঙ্গানায় টিআরএস (TRS Of Telangana) থেকে বিধায়কদের মোটা টাকার টোপ দেওয়া নিয়ে বিজেপিকে এক হাত নেন তিনি। গেরুয়াশিবিরকে আক্রমণ করতে গিয়ে শাহকেও নিশানা করেন সিসোদিয়া। আপ নেতার দাবি এর আগে বিজেপি দিল্লি,পঞ্জাব ও আটটি রাজ্যে বিধায়ক কেনার চেষ্টা করেছিল। বিজেপির নোংরা খেলা ফের সামনে এসেছে। এবার সেই খেলা তারা খেলার চেষ্টা করেছে তেলঙ্গানায়। বিজেপিতে যোগ দেওয়ার জন্য কয়েকজন টিআরএস নেতাকে ঘুষ দেওয়ার চেষ্টা নিয়ে কথোপকথনের অডিও টেপে শাহজির নাম উল্লেখ নিয়ে
সিসোদিয়া বলেন, যদি শাহজি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হয়ে থাকেন,তাহলে তাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা উচিত। কারণ যদি কোনও দালাল বিধায়ক কেনাবেচায় ধরা পড়েন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম উঠে আসে, তাহলে গোটা দেশের পক্ষে তা খুবই বিপজ্জনক। প্রসঙ্গত,গত বুধবার তেলঙ্গনায় মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখরের দল টিআরএসের তিনজন বিধায়ককে কোটি টাকার টোপ দিয়ে কেনার চেষ্টার জন্য তিনজনকে আটক করে পুলিশ। পুলিশ তাদের হেফাজতে নেওয়ার আবেদন করলেও পরে আদালত তাদের ছেড়ে দেয়। হায়দ্রাবাদের কাছে একটি ফার্ম হাউস থেকে ওই তিনজনকে গ্রেফতার করে তেলঙ্গনা পুলিশ। তেলঙ্গনা পুলিশ জানিয়েছে ওই তিনজন টিআরএসের বিধায়ককে ঘুষ দিচ্ছিল যাতে তাঁরা দল ছেড়ে বিজেপিতে যায়। তেলঙ্গানায় গেরুয়া শিবিরের অপারেশন লোটাসের উল্লেখ করে আপ নেতা সংবাদমাধ্যমকে বলেন, সাতাশে অক্টোবর সংবাদমাধ্যমের কেউ কেউ খবর করেছিলেন সাইবারাবাদে পুলিশ হানা দিয়ে তিনজন দালালকে একশো কোটি টাকা-সহ গ্রেফতার করেছে। দালালদের ছবিও রয়েছেন। এরা বিজেপির অপারেশন লোটাস চালানোর সময় ধরা পড়ে। তিনজন হল রামচন্দ্র ভারতী, সিমিরাইহ ও নন্দকুমার।